সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মূহুর্তে তিনি ভারতে অবস্থান করছেন। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে অবস্থানরত দলটির বিভিন্ন নেতা-কর্মী নানান মামলায় পুলিশ ও অন্যান্য বাহিনীর হাতে আটক হয়। সম্প্রতি সামাজিক মাধ্যমের কিছু পোস্টে দাবি করা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বহিষ্কার হয়েছেন এবং গোলাম মাওলা রনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে ওবায়দুল কাদের বহিষ্কার হওয়া এবং গোলাম মাওলা রনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার তথ্যটি সঠিক নয় বরং ভুঁইফোড় ও রম্য ওয়েবসাইট থেকে ভুয়া এই দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রচারিত আলোচিত দাবি প্রসঙ্গে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে crazycaption.info শীর্ষক একটি ওয়েবসাইটের নাম লক্ষ্য করা যায়।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে crazycaption.info এর ওয়েবসাইটে গত ২০ অক্টোবর “সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার ওবায়দুল কাদের নতুন সূচনায় শপথ পাঠ গোলাম মাওলা রনির” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধে আলোচিত দাবির প্রেক্ষিতে তথ্য খুঁজে পাওয়া যায়।
crazycaption.info নামক ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটি একটি স্যাটায়ারধর্মী বা রম্য ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি নানান বিষয়ে স্যাটায়ার বা রম্য প্রকাশ করে আসছে।
এছাড়া, দেশের সদ্য সাবেক ক্ষমতাসীন দলের সর্বোচ্চ পর্যায়ে নেতার বহিষ্কার হলে এবং অন্য কেউ নিয়োগ পেলে অবশ্যই গণমাধ্যমে তথ্য পাওয়া যেত। তবে এমন কোনো তথ্য গণমাধ্যমে আসেনি।
বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য আওয়ামী লীগের সাথে যোগাযোগ করলে দলটি উক্ত দাবিটি ভুয়া বলে রিউমর স্ক্যানারকে জানিয়েছে।
সুতরাং, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে ওবায়দুল কাদের বহিষ্কার হওয়া এবং গোলাম মাওলা রনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার তথ্যটি ভুয়া।
তথ্যসূত্র
- crazycaption.info – সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার ওবায়দুল কাদের নতুন সূচনায় শপথ পাঠ গোলাম মাওলা রনির
- Statement from Awami League