schema:text
| - সম্প্রতি, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতিকে কোন ধরনের মামলা ছাড়াই পুলিশ গ্রেফতার করেছে দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একজন ব্যক্তির ছবিসহ একটি পোস্ট করা হয়। পোস্টটিতে উক্ত ব্যক্তিকে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে উপস্থাপন করা হয়।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতির ছবি দাবিতে প্রচারিত ছবিটি ভিন্ন ব্যক্তির। প্রকৃতপক্ষে, উক্ত ব্যক্তির আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততাা নেই। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ডেইলি নিউ এজ এর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মাহমুদ ফারুক এর ফেসবুক আইডি থেকে গত ১৫ অক্টোবর করা একটি পোস্ট খুজে পাওয়া যায়।
পোস্টটিতে তিনি আওয়ামী লীগের পেজ থেকে করা পোস্ট এবং Rashedul Kabir Rafi নামের আরেক ব্যক্তির ফেসবুক আইডি থেকে করা একটি পোস্টের স্ক্রিনশট ব্যবহার করে জানান, তারেক আজিজ নামে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের কোন সভাপতি কোন কালেই ছিলো না…. এখনো নাই। প্রচারিত দাবিটি একটি গুজব।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Rashedul Kabir Rafi নামের ওই ফেসবুক আইডি থেকে করা পোস্টটির সন্ধান পাওয়া যায়।
আওয়ামী লীগের পেজ থেকে করা পোস্টে ছাত্রলীগের সভাপতি দাবিতে প্রচারিত ছবির ব্যক্তিকে তিনি ফুফাতো ভাই দাবি করে বলেন, ২০১৭ সাল থেকে আমার ফুফাতো ভাই তারেক আজিজ সৌদি আরবে প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। বিদেশে যাওয়ার ইচ্ছা কোনোদিনও ছিল না তার। ২০১৫ সালে, আওয়ামী লীগের সময় চলা রাজনৈতিক দমন-পীড়নের শিকার হন তিনি। সে সময় তিনি মাদ্রাসার দাখিল (এসএসসি সমমানের) শিক্ষার্থী ছিলেন তিনি। কিন্তু স্থানীয় আওয়ামি লীগের কর্মীদের রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে ভাংচুর ও গাছকাটার মতো মিথ্যা মামলায় জড়ায়। একাধিকবার গ্রেপ্তার চেষ্টা ও হয়রানির মাধ্যমে তার পরিবারকেও শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং টাকা হাতিয়ে নেওয়া হয়। কিন্তু টাকা হাতিয়ে নিতে বারবার এই হয়রানি চলতে থাকে।
এছাড়াও পোস্টটিতে তিনি জানান, আওয়ামী লীগের এসব নানা নির্যাতনের কারণে বাধ্য হয়ে ২০১৭ সালে শ্রমিক হিসেবে সৌদি আরবে পাড়ি জমান। পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের হুমকিধামকিতে সেই থেকে তিনি দেশে ফিরতে পারেননি। পাশাপাশি পোস্টটিতে তিনি উল্লেখ করেন যে, তারেক আজিজ বিএনপি সমর্থক।
পরবর্তীতে উক্ত পোস্টের ট্যাগ অপশন থেকে প্রাপ্ত Tareq Aziz নামের আইডিটি পর্যালোচনা করে দেখা যায়, আইডির প্রোফাইলে ব্যবহৃত ছবিটির সাথে আওয়ামী লীগের পোস্টে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। মূলত, প্রোফাইলের ছবিটি ক্রপ করে তা আলোচিত পোস্টে ব্যবহার করা হয়েছে।
বিষয়টির অধিকতর সত্যতা যাচাইয়ে তারেক আজিজ নামের ওই ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে বলেন, ‘হ্যাঁ ছবির ব্যক্তি আমি, তাদের দাবিটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট গুজব আমি কখনো ছাত্রলীগের রাজনীতি করি নাই, আমি জাতীয়তাবাদী রাজনৈতিক দলের একজন সমর্থক ও কর্মী আওয়ামী লীগের মামলা হামলার শিকার হয়ে আমি সৌদি আরব দাম্মামে অবস্থান করছি। আমি ২০১৭ সালের ডিসেম্বর ২৭ তারিখ থেকে সৌদি আরবে এখনো সৌদি দাম্মাম শহরের (খোবারে) আছি।’
এছাড়া, সাম্প্রতিক সময়ে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, সৌদি প্রবাসী ব্যক্তির ছবি ব্যবহার করে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতিকে পুলিশ গ্রেফতার করেছে মর্মে প্রচারিত বিষয়টি মিথ্যা।
|