আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী নাহিদ সুলতানা যুথির ছবি দাবিতে দুইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)
এছাড়া, নাহিদ সুলতানা যুথির পুরোনো ছবি দাবিতেও আরেকটি ছবি প্রচার করা হচ্ছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাহিদ সুলতানা যুথি দাবিতে প্রচারিত ছবি চারটির মধ্যে দুইটিই তার নয় বরং একটি ভিন্ন একজন ব্যক্তির ছবি এবং যুথির পুরোনো ছবি দাবিতে অপর ছবিটি ভিন্ন আরেকটি ছবিকে সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘যুথি চিল করছেন’ শীর্ষক দাবিতে প্রচারিত ছবিটি সুরভি মেহরা নামে একজন ফ্যাশন ব্লগারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৩ নভেম্বরে প্রকাশিত একটি পোস্টে খুঁজে পাওয়া যায়৷
উক্ত পোস্টটিতে উল্লিখিত ছবিটি ছাড়াও একই জায়গায় তার আরো কয়েকটি ছবিও পোস্ট করতে দেখা যায়৷ এছাড়া, উক্ত অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে নিশ্চিত হওয়া যায় যে উক্ত ছবিটি মূলত সুরভি মেহরা নামের উক্ত ফ্যাশন ব্লগারের।
তাছাড়া, নাহিদ সুলতানা যুথির সাথে প্রচারিত ছবির নারীর মুখমণ্ডলের তুলনা করলেও বৈসাদৃশ্য পাওয়া যায়; যা অধিকতর নিশ্চিত করে প্রচারিত ছবিটি যুথির নয়।
যুথির পুরোনো ছবি দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে পিন্টারেস্ট ও এক্সে একটি ছবি পাওয়া যায়৷
উক্ত ছবিটির সাথে প্রচারিত ছবিটির মুখমণ্ডল ব্যতীত ব্যাকগ্রাউন্ড, অবস্থান ও শরীরের হুবহু সাদৃশ্য পাওয়া যায় ;যা প্রমাণ করে প্রচারিত ছবিটি মূলত অনলাইন থেকে নিয়ে সম্পাদনা করে তাতে যুথির মুখমণ্ডলের ছবি বসানো হয়েছে।
সুতরাং, ভিন্ন ব্যক্তির ছবি ব্যবহার ও সম্পাদনা করে তা নাহিদ সুলতানা যুথির ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Surbhi Mehra – Instagram Post
- Kavya_sharma2 – X Post
- Goldens Fairies – Pinterest Post
- Rumor Scanner’s own analysis