schema:text
| - সম্প্রতি, জনপ্রিয় মার্কিন কার্টুন টেলিভিশন চ্যানেল Cartoon Network অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়েছে শীর্ষক দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কার্টুন নেটওয়ার্ক অফিসিয়ালি বন্ধ ঘোষণা করার আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, Animation Workers Ignited নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে করা একটি ভিডিও পোস্টের মাধ্যমে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি ছড়ানো হয়।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Animation Workers Ignited নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গত ৯ জুলাই Cartoon Network is dead?!?! শীর্ষক শিরোনামে প্রচারিত একটি অ্যানিমেশন ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটিতে দাবি করা হয়, কার্টুন নেটওয়ার্ক আসলে বর্তমানে মৃতপ্রায়। কারণ প্রতিষ্ঠানটির বিপুল সংখ্যক আর্টিস্টদের চাকরিচ্যুত করা হয়েছে। করোনার মত জটিল পরিস্থিতিতেও তারা বাড়িতে বসে প্রতিষ্ঠানটির জন্যে কাজ করে গেলেও শুধুমাত্র অর্থনৈতিকভাবে লাভবান হবার আশায় কর্তৃপক্ষ তাদের চাকরিচ্যুত করে। এছাড়াও ভিডিওটিতে আর্টিস্টদের সহায়তার জন্যে কার্টুন নেটওয়ার্কটির কোন শো এখনো আমরা দেখতে চাই জানিয়ে #RIPCartoonNetwork হ্যাসট্যাগটি ব্যবহার করে পোস্ট করার আহ্বান জানানো হয়। যা থেকেই মূলত আলোচিত দাবিটি ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ব্যবসায় বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম CNBC (Consumer News and Business Channel)-এর ওয়েবসাইটে গত ১১ জুলাই RIP Cartoon Network: Is the iconic channel really dead? Viral video sparks online frenzy শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকেও কার্টুন নেটওয়ার্ক বন্ধের আলোচিত দাবিটির সূত্রপাতকারী Animation Workers Ignited নামের এক্স অ্যাকাউন্টের ভিডিওটি সর্ম্পকে জানা যায়। পাশাপাশি প্রতিবেদনটিতে পাওয়া কার্টুন নেটওয়ার্ক কর্তৃপক্ষের বক্তব্য থেকে জানা যায়, Cartoon Network বন্ধ করে দেওয়ার আলোচিত দাবিটি সত্য নয়। সাম্প্রতিক সময়ে একাধিক নতুন শো প্রচারের ঘোষণার মাধ্যমেই তারা বিষয়টি জানিয়েছেন। এছাড়াও কার্টুন নেটওয়ার্কের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শকদের বিনোদনের জন্যে তারা ক্রমাগত উদ্ভাবনী কনটেন্টে বিনিয়োগ করে যাবে।
মূলত, গত ৯ জুলাই Animation Workers Ignited নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে একটি অ্যানিমেশন ভিডিও প্রচার করে দাবি করা হয় বিপুল সংখ্যক কর্মী ছাটাইয়ের কারণে জনপ্রিয় মার্কিন কার্টুন টেলিভিশন চ্যানেল Cartoon Network বর্তমানে মৃতপ্রায় অবস্থায় রয়েছে। ভিডিওটির প্রেক্ষিতে সম্প্রতি, Cartoon Network বন্ধ হয়ে গিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি তথ্য ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। কার্টুন নেটওয়ার্ক কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে একাধিক নতুন শো প্রচারের ঘোষণার মাধ্যমেই তারা বিষয়টি গুজব বলে জানিয়েছেন।
সুতরাং, Cartoon Network অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়েছে শীর্ষক দাবিটিসম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Animation Workers Ignited X Account: Cartoon Network is dead?!?!
- CNBC Website: RIP Cartoon Network: Is the iconic channel really dead? Viral video sparks online frenzy
- Rumor Scanner’s Own Analysis
|