সম্প্রতি, ‘বাংলাদেশে সন্ত্রাসীরা আজ হিন্দুদের বিরুদ্ধে একটি সমাবেশের আয়োজন করছে। শেখ নাসির বিল্লাহ আল মাক্কি নামের একজন পরিচিত সন্ত্রাসীকে সশস্ত্র ইসলামপন্থীদের সাথে দেখা গেছে।’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি হিন্দুদের বিরুদ্ধে কোনো সমাবেশের ঘটনা নয় বরং সিরাজগঞ্জে রাসুল (সাঃ) এর ৪৩তম বংশধর পরিচয় দেওয়া সৈয়দ শেখ নাসির বিল্লাহ আল মক্কীর সৌদি আরব থেকে আগমন উপলক্ষে একটি সমাবেশের দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে ডিবিসি নিউজ এর ফেসবুক পেজে গত ১৩ ডিসেম্বর ‘সিরাজগঞ্জে আসলেন রাসূল (সা) এর ৪৩তম বংশধর শায়েখ নাসির বিল্লাহ আল মক্কী | DBC NEWS’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির একটি ফ্রেমের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাথে থাকা ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, এটি হিন্দুদের বিরুদ্ধে কোনো সমাবেশের ঘটনা নয় বরং, এটি ছিল রাসুর (সাঃ) এর ৪৩তম বংশধর (গণমাধ্যম অনুযায়ী), সৈয়দ শেখ নাসির বিল্লাহ আল মক্কীর সৌদি আরব থেকে আগমন উপলক্ষে একটি সমাবেশ।
পরবর্তী অনুসন্ধানে জাতীয় দৈনিক সমকালের ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। এই সমাবেশে এক ব্যক্তির হাতে থাকা বন্দুক সদৃশ বস্তু থাকা নিয়েও সমালোচনা হয়। সমকাল জানাচ্ছে, এটি আসলে একটি খেলনা বন্দুক ছিল।
প্রতিবেদনে বলা হয়, ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার সূত্রপাত হলে এবং বিভিন্ন মহল থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলে শাহজাদপুর উপজেলা বেলতল গ্রামের শফিক মিয়ার ছেলে নাইমুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্লাস্টিকের খেলনা বন্দুকটি জব্দও করা হয়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম আলী বলেন, ‘ঘটনাটি নিয়ে আমরাও প্রথমে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ৪৩তম বংশধরের আগমন উপলক্ষে প্রচুর লোক সমাগম ঘটে। সেখানে এক যুবক পাশে একটি অস্ত্র হাতে দাঁড়িয়ে ছিল। সামাজিক মাধ্যমে এমন ছবি প্রকাশে সমালোচনার মুখে পড়ে উপজেলা প্রশাসনসহ পুলিশ। পরে খোঁজ নিয়ে জানা গেছে অস্ত্রটি প্লাস্টিকের খেলনা মাত্র। শাহজাদপুরের বাঘাবাড়ি জামিয়া রশিদিয়া হাফেজিয়া ও ক্বওমী মাদ্রাসার ছাত্র মো. নাইমুল ইসলাম তার সহপাঠীদের সঙ্গে অনুষ্ঠানে এসে মাদ্রাসা মাঠের পাশেই অস্থায়ী দোকান হতে তিনি তার ছোট বোন সুমাইয়ার (৮) জন্য ২২০ টাকায় একটি প্লাস্টিকের খেলনা বন্দুক কেনেন।’
সুতরাং, সিরাজগঞ্জে রাসুল (সাঃ) এর ৪৩তম বংশধর সৈয়দ শেখ নাসির বিল্লাহ আল মক্কীর সৌদি আরব থেকে আগমন উপলক্ষে একটি সমাবেশের ঘটনাকে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সমাবেশ দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- dbcnews.tv: সিরাজগঞ্জে আসলেন রাসূল (সা) এর ৪৩তম বংশধর শায়েখ নাসির বিল্লাহ আল মক্কী | DBC NEWS
- সমকাল: মাদ্রাসাছাত্রের হাতের বন্দুকটি খেলনা ছিল
- Rumor Scanner’s Own Analysis