About: http://data.cimple.eu/claim-review/3fcd4290c04052408cb78981d5c5ad0b12ab45b6f6910f7bebeb9057     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, “ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার ছেলেকে ফিলিস্তিনের বিপক্ষে যুদ্ধে পাঠাচ্ছে আর ১৯৭১ সালের যুদ্ধে পিএম ইন্দিরা গান্ধীর চাপে তার ছেলে রাজীব গান্ধীকে ছুটিতে পাঠিয়েছিলো ইন্ডিয়ান এয়ারলাইন্স” শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার ছেলেকে ফিলিস্তিনের বিপক্ষে যুদ্ধে পাঠানোর দাবিটি সত্য নয় এবং উক্ত দাবিতে প্রচারিত ছবিটি পুরোনো এবং ভিন্ন ঘটনার। এছাড়া, ১৯৭১ সালের যুদ্ধে ইন্দিরা গান্ধীর চাপে ভারতীয় বিমান সংস্থা কর্তৃক রাজীব গান্ধীকে ছুটি দেওয়ার দাবিটি ভিত্তিহীন। দাবি ০১ ছবিটির বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইসরায়েলি গণমাধ্যম ‘The Times of Israel’ এ ২০১৪ সালের ১ ডিসেম্বর “Netanyahus see son off to join the IDF” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সংযুক্ত একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৪ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারার ছোট পুত্র অ্যাভনার নেতানিয়াহু ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এর কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন কর্পসে তিন বছরের ট্রেইনিং এর জন্য যাচ্ছিলেন। সেদিন বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা তাদের সন্তান অ্যাভনারকে ট্রেইনিং এ যাওয়ার জন্য বাসে তুলে দিতে এসেছিলেন। পরবর্তীতে, The Jerusalem Post এর ওয়েবসাইটে ২০১৪ সালের ১ ডিসেম্বর “Shine your shoes! Netanyahu’s youngest son begins army service” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনেও একই ছবি খুঁজে পাওয়া যায়। এছাড়া, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার ছেলেকে ফিলিস্তিনের বিপক্ষে যুদ্ধে পাঠিয়েছেন এমন দাবিতে ইসরায়েলি গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো ধরণের তথ্য বা সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। দাবি ০২ দ্বিতীয় দাবিতে প্রচারিত ছবির সত্যতা অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় অনলাইন পোর্টাল National Herald এর ওয়েবসাইটে ২০১৮ সালের ২০ আগস্ট “Remembering Rajiv Gandhi on his 75th birth anniversary” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে উক্ত ছবির মিল খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত ছবিটি রাজিব গান্ধীর। ১৯৭১ সালের যুদ্ধে পিএম ইন্দিরা গান্ধীর চাপে ইন্ডিয়ান্স এয়ারলাইন্সের চাপে রাজীব গান্ধীকে ছুটিতে পাঠানোর বিষয়ে অনুসন্ধানে, ভারতীয় অনলাইন পোর্টাল Rediff এ ১৯৯৯ সালের ২৩ এপ্রিল “Where was Sonia when India was at war? And after Mrs Gandhi lost in 1977?” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিবেদনটির লেখক কাঞ্চন গুপ্তা। যিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এর সদর দপ্তরের একজন রাজনৈতিক বিশ্লেষক। ১৯৭১ সালে যুদ্ধের ভারত-পাকিস্তান (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ) সময় দেশের জরুরী মূহুর্তের কারণে রাজীব গান্ধী ছাড়া বাকি সব পাইলটের ছুটি নেওয়া ব্যবস্থা বন্ধ ছিলো। যাতে করে তারা দেশের সংকটের সময় দীর্ঘ সময় ধরে সেবা দিতে পারে। তবে রাজীব গান্ধীর ছুটি ইন্দিরা গান্ধীর নির্দেশে হয়েছিলো কিনা এমন কোনো তথ্য উক্ত প্রতিবেদনে পাওয়া যায়নি। ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান Facthunt এর ওয়েবসাইটে ২০১৯ সালের ১৭ মার্চ “Fact Check : Was leave approved only to Rajiv Gandhi during Indo-Pak war in 1971?” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৭১ সালে যুদ্ধের (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ) সময় ভারতীয় বিমান সংস্থা থেকে রাজীব গান্ধী ছুটি পেয়েছিলেন। তখন ভারতীয় বিমান সংস্থার অধীনে সকল পাইলটের ছুটির আবেদন বাতিল করেছিলো কর্তৃপক্ষ। যাতে করে তারা সংকটময় অবস্থায় দেশের সাহায্য করতে পারে। তবে, রাজিব গান্ধী ছুটি পেয়ে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধিকে নিয়ে ইতালি চলে যান এবং যুদ্ধ শেষে তিনি আবার দেশে ফিরে আসেন। তবে সে যুদ্ধের সময় কেবল রাজীব গান্ধীরই একমাত্র ছুটি মঞ্জুর হয়েছিলো কিনা তা নিশ্চিত করতে পারেনি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটি। মূলত, ভারতীয় এয়ারলাইন্সের পাইলট ও তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছেলে রাজিব গান্ধী ১৯৭১ সালের যুদ্ধের (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ) সময় ছুটি নিয়েছিলেন। আর ২০১৪ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারার ছোট পুত্র অ্যাভনার নেতানিয়াহু ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এর কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন কর্পসে তিন বছরের ট্রেইনিং এ যাওয়ার সময় তারা তাকে বাসে তুলে দিতে এসেছিলেন। সেই সময় এই ঘটনা নিয়ে স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ ছবির সাথে রাজিব গান্ধীর একটি ছবি কোলাজ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার ছেলেকে ফিলিস্তিনের বিপক্ষে যুদ্ধে পাঠাচ্ছে আর ১৯৭১ সালের যুদ্ধে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চাপে তার ছেলে রাজিব গান্ধীকে ইন্ডিয়ান্স এয়ারলাইন্স ছুটিতে পাঠিয়েছিলো দাবিতে প্রচার করা হচ্ছে। প্রসঙ্গত, গত ০৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে হামলা করলে ফিলিস্তিন- ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত নতুন মাত্রা পায়৷ উল্লেখ্য, চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে একাধিক ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার৷ সুতরাং, ১৯৭১ সালের যুদ্ধে ইন্দিরা গান্ধীর চাপে ভারতীয় বিমান সংস্থা কর্তৃক রাজীব গান্ধীকে ছুটি দেওয়ার দাবিটি ভিত্তিহীন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কর্তৃক নিজ ছেলেকে ফিলিস্তিনের বিপক্ষে যুদ্ধে পাঠানোর দাবিটি মিথ্যা। তথ্যসূত্র - The Times of Israel – “Netanyahus see son off to join the IDF” - The Jerusalem Post – Shine your shoes! Netanyahu’s youngest son begins army service - National Herald – Remembering Rajiv Gandhi on his 75th birth anniversary - Rediff – Where was Sonia when India was at war? And after Mrs Gandhi lost in 1977?”
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 5 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software