schema:text
| - চলমান উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৪ এ দারুণ ফর্মে আছেন ১৬ বছর বয়সী স্পেনের তারকা ফুটবলার লামিন ইয়ামাল। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে দারুণ এক গোল করে স্পেনের জয়ে বড় ভূমিকা রেখেছেন। গত বেশ কয়েকদিন যাবত ২০০৭ সালের শিশু লামিন ইয়ামাল ও লিওনেল মেসির একত্রে একটি ছবি নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। এরই প্রেক্ষিতে, ফ্রান্সের বিপক্ষে স্পেনের জয়ের পর উক্ত ছবিসহ লামিন ইয়ামাল লিওনেল মেসিকে নিয়ে টুইট করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফ্রান্সের বিপক্ষে স্পেনের জয়ের পর লামিন ইয়ামাল লিওনেল মেসিকে কোনো টুইট করেননি বরং লামিন ইয়ামাল এর নামে পরিচালিত একটি ভুয়া এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে টুইটটি করা হয়েছিল।
অনুসন্ধানের শুরুতে ছড়িয়ে পড়া এক্স পোস্টের স্ক্রিনশটটি পর্যবেক্ষণ করে দেখা যায় @LamineeYamal ইউজারনেম এর একটি এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে গত ১০ জুলাই উক্ত টুইটটি করা হয়েছিলো।
উক্ত এক্স (টুইটার) অ্যাকাউন্টের বায়োতে অ্যাকাউন্টটি ফ্যান এবং প্যারোডি অ্যাকাউন্ট বলে উল্লেখ রয়েছে। উক্ত অ্যাকাউন্টটি লামিন ইয়ামাল এর নাম এবং ছবি ব্যবহার করে পরিচালিত হয়ে আসছিল এবং এক্স (টুইটার) অ্যাকাউন্টটি মাসিক নির্দিষ্ট ডলার সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্লু ভেরিফাইড করা হয়েছে। এছাড়াও, অ্যাকাউন্টটির বিস্তারিত অংশে EfootballManagerbot নামের একটি টেলিগ্রাম বটের লিঙ্ক রয়েছে।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে লামিন ইয়ামালের এক্স (টুইটার) অ্যাকাউন্ট সম্পর্কে স্পেন ভিত্তিক সংবাদমাধ্যম El Periódico এর গত ১২ জুলাই প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, লামিন ইয়ামালের শুধুমাত্র ইন্সটাগ্রাম ও টিকটক অ্যাকাউন্ট রয়েছে এবং তার অফিশিয়াল কোনো এক্স (টুইটার) অ্যাকাউন্ট নেই। এছাড়াও, লামিন ইয়ামালের ইন্সটাগ্রাম ও টিকটক অ্যাকাউন্ট এরূপ কোনো পোস্ট পাওয়া যায়নি।
অর্থাৎ, লামিন ইয়ামাল এর নামে পরিচালিত একটি ফ্যান টুইটার অ্যাকাউন্ট থেকে মেসিকে নিয়ে টুইট করা হয়েছিল।
মূলত, চলমান উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৪ এ স্পেনের হয়ে দারুণ ছন্দে আছেন লামিন ইয়ামাল। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে দারুণ এক গোলে স্পেনের জয়ে ভূমিকা রেখেছেন। বেশ কয়েকদিন ধরে ২০০৭ সালের লামিন ইয়ামাল ও লিওনেল মেসির একত্রে একটি ছবি নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি, ফ্রান্সের বিপক্ষে স্পেনের জয়ের পর উক্ত ছবিসহ লামিন ইয়ামাল লিওনেল মেসিকে নিয়ে টুইট করেছেন দাবিতে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লামিন ইয়ামালের কোনো অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট নেই এবং আলোচ্য পোস্টটি যে অ্যাকাউন্ট থেকে প্রচারিত হয়েছে সেটির বায়ো থেকে জানা যায় এটি একটি ফ্যান ও প্যারোডি অ্যাকাউন্ট।
সুতরাং, ফ্রান্সের বিপক্ষে স্পেনের জয়ের পর লামিন ইয়ামাল লিওনেল মেসিকে নিয়ে টুইট করার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- El Periódico: This is Lamine Yamal’s fake account to attract followers
- Rumour Scanner’s Own Analysis
|