Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
ফেসবুকে ভাইরাল দাবি ICC ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন সৌরভ গাঙ্গুলী। কোথাও আবার বলা হয়েছে ICC ক্রিকেট কমিটির চেয়ারম্যান রূপে নিযুক্ত হতে চলেছেন সৌরভ (Sourav Ganguly)।
ফেসবুকে এই পোস্টটি অনেকেই শেয়ার করে এই দাবি করেছে।
Crowdtngle এর ডেটা অনুসারে ICC ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) এই দাবিতে চড়ানি পোস্টে ২৪হাজার ২০০ ইন্টারঅ্যাকশন রয়েছে।
ফেসবুকে ছাড়াও News১৮ বাংলা , এবিপি আনন্দের খবরেও সম্প্রচারিত হয়েছে এই খবরটি।
সম্প্রতি শেষ হয়েছে T20 বিশ্বকাপ, তারপরেই মহারাজকে নিয়ে এই খবরের কার্যত খুশি ভারতীয় ক্রিকেট ভক্ত বিশেষ করে কলকাতাবাসীরা। BCCI এর প্রধান এবার ICC ক্রিকেট কমতির চেয়ারম্যান নিযুক্ত হয়েছে এই খবরে বাঙালি ক্রিকেট মহল বেশ আপ্লুত হয়েছে।
ICC ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন সৌরভ গাঙ্গুলী এই খবরটির সম্পর্কে আরো তথ্য জোগাড় করার সময় আমরা খেয়াল করি তিনি ICC পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিযুক্ত হবেন বলে ঘোষণা করেছেন ICC র চেয়ারম্যান Greg Barclay . তিনি জানিয়েছেন সৌরভ গাঙ্গুলির ক্রিকেট সম্পর্কে বিশ্বমানের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ক্ষমতা ICC র পরবর্তীকালের ক্রিকেট সম্বন্ধীয় নির্ণয়কে আরো সুঠাম রূপ দেবে।
ভারতীয় ক্রিকেট দলের কোচ অনিল কুম্বলের স্থানে নবনিযুক্ত হবেন সৌরভ গাঙ্গুলী। অনিল কুম্বলে ৯ বছর পর নিজের পদ থেকে সরছেন আর সেখানে এবার থেকে থাকবেন মহারাজ। এই খবরটি আমরা THE TIMES OF INDIA ছাড়াও Hindustan Times, Business Standard এ আমরা এই খবরটি পাই।
ICC ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন সৌরভ গাঙ্গুলী এই খবরটি সম্পর্কে আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা যোগাযোগ করি সৌরভ গাঙ্গুলির ম্যানেজার সৌমাভ বাবুর সাথে। তিনি জানিয়েছেন ICC থেকে ঘোষণা করা হয়েছে ICC পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিযুক্ত হবেন মহারাজ।
আমাদের পর্যবেক্ষণের প্রমাণিত হয়েছে ICC ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন সৌরভ গাঙ্গুলী এই দাবিটি অর্ধেক সত্য। তিনি ICC পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান রূপে খুব শীঘ্রই নিযুক্ত হবেন।
THE TIMES OF INDIA – https://timesofindia.indiatimes.com/sports/cricket/news/sourav-ganguly-replaces-anil-kumble-as-icc-crickets-committee-chairman/articleshow/87754874.cms
Hindustan Times – https://www.hindustantimes.com/cricket/bcci-president-sourav-ganguly-replaces-anil-kumble-to-be-appointed-chairman-of-icc-cricket-committee-101637131538154.html
Business Standard – https://www.business-standard.com/article/sports/ganguly-replaces-anil-kumble-as-icc-cricket-s-committee-chairman-121111700468_1.html
Ground Verification
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 30, 2025
Tanujit Das
January 29, 2025