About: http://data.cimple.eu/claim-review/431193c6ae1fbf8745b944eb20a6025761ccf607145ab4e14557b0a4     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করার পর শচীন টেন্ডুলকারের পা ছুঁয়েছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরির পর শচীন টেন্ডুলকারের পা ছোঁয়ার ছবিটি বাস্তব নয় বরং এটি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করে তৈরি করা হয়েছে। অনুসন্ধানের শুরুতেই আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে ছবিটিতে শচীন টেন্ডুলকারের হাতের অবয়বে অসঙ্গতি লক্ষ্য করা যায়। পরবর্তীতে, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, ফটোস্টক ওয়েবসাইট getty image-এ ২০২৩ সালের ৬ নভেম্বর “Australia & Afghanistan Net Sessions – ICC Men’s Cricket World Cup India 2023” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিতে শচীন টেন্ডুলকারকে এক আফগান ক্রিকেটারের সাথে করমর্দন করতে দেখা যায়। উক্ত ছবিতে শচীন টেন্ডুলকারের দেহভঙ্গি এবং পোশাক পরিচ্ছদে মিল খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, গত ৬ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ট্রেনিং সেশনের পূর্বে আফগানিস্তানের ক্রিকেটারদের সাথে কুশল বিনিময়ের সময় চিত্রগ্রাহক Robert Cianflone ছবিটি ধারণ করেন। পাশাপাশি, ফটো স্টক ওয়েবসাইট getty ইমেজের ওয়েবসাইটে ২০২৩ সালের ৭ নভেম্বর “Australia v Afghanistan – ICC Men’s Cricket World Cup India 2023” শীর্ষক শিরোনামের একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ম্যাক্সওয়েলের ছবির দেহভঙ্গির মিল খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, চিত্রগ্রাহক Robert Cianflone গত ৭ নভেম্বর অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচের সময় ছবিটি ধারণ করেন। পরবর্তীতে, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে India Today এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১০ নভেম্বর “Fact Check: Did Maxwell touch Sachin’s feet? Viral pic is photoshopped” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে, SportsTak এর সাংবাদিকের বরাত দিয়ে জানানো হয় গত ৭ নভেম্বর অনুষ্ঠিত আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে শচীন টেন্ডুলকার ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত-ই ছিলেন না। মূলত, গত ৬ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী অনুশীলন সেশনে আফগানিস্তানের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। সে সময় আফগানিস্তানের এক ক্রিকেটারের সাথে করমর্দনের একটি ছবিকে ৭ নভেম্বর ম্যাচ চলাকালীন গ্লেন ম্যাক্সওয়েলের একটি ছবির সাথে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সংযুক্ত করে আলোচিত দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। সুতরাং, গ্লেন ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরির পর শচীন টেন্ডুলকারের পা ছোঁয়ার ছবিটি এডিটেড বা বিকৃত।
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 2 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software