schema:text
| - গতকাল ২৯ জুন, আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের নবম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও ভারত। এই ম্যাচে জয়লাভ করে ভারত সদ্য শেষ হওয়া নবম আসরের চ্যাম্পিয়ন হয়।
তবে উক্ত ম্যাচের প্রাক্কালে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হয়, “ভারত প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে। এর আগে ২০০৭ সালে পাকিস্তানের কাছে ৫ রানে হেরে ভারত শিরোপা জয়ের সুযোগ হারায়।”
উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন ঢাকা ট্রিবিউন, ইউএনবি এবং নিউজবাংলা২৪।
এ বিষয়ে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০০৭ সালের আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের কাছে ভারত হেরেছিল দাবিতে প্রচারিত বিষয়টি সত্য নয় বরং সে বিশ্বকাপে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে নিজেদের প্রথম টি২০ বিশ্বকাপের শিরোপা জিতেছিল দলটি।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে ক্রিকেটের খবর ও স্কোর সম্প্রচারকারী ওয়েবসাইট ক্রিকবাজে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সেই বছরের টি২০ বিশ্বকাপের স্কোরবোর্ড পাওয়া যায়। ওয়েবসাইট থেকে জানা যায়, ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল।
একই তথ্য পাওয়া যায় ইএসপিএন ক্রিকইনফোর ওয়েবসাইটের স্কোরবোর্ড থেকেও।
এছাড়া, আইসিসির আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইটে গত ২৪ মে প্রকাশিত একটি হাইলাইটস ভিডিওর শিরোনামে লেখা ছিল, “India win first T20 World Cup | 2007।”
আজ ৩০ জুন আইসিসির ওয়েবসাইটে ভারতের এবারের টি২০ বিশ্বকাপ জয় নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারত দক্ষিণ আফ্রিকাকে সাত রানে পরাজিত করে তাদের দ্বিতীয় আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে।
আন্তর্জাতিক ও দেশীয় মূলধারার গণমাধ্যমগুলোও (১,২,৩,৪) জানাচ্ছে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এর আগে ২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।
মূলত, গতকাল ২৯ জুন অনুষ্ঠিত টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের নবম আসরের ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে। এ ম্যাচকে ঘিরে ম্যাচ শুরুর পূর্বে কিছু গণমাধ্যমে দাবি করা হয়, ভারত প্রথমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে এবং ২০০৭ সালে পাকিস্তানের কাছে ৫ রানে হেরেছিল। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এবারের বিশ্বকাপ জয় আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে ভারতের দ্বিতীয় শিরোপা জয় এবং ২০০৭ সালে ভারত ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল।
সুতরাং, ২০২৪ এর টি টোয়েন্টি বিশ্বকাপ জয় লাভ করলে এটিই হবে (বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরুর পূর্বের দাবি) ভারতের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয় শীর্ষক দাবিতে একাধিক গণমাধ্যমে প্রকাশিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Cricbuzz – India vs Pakistan, Final – Live Cricket Score, Commentary
- Espncricinfo – India vs Pakistan, Final at Johannesburg, , Sep 24 2007 – Full Scorecard
- ICC – India win first T20 World Cup | 2007 | IND v PAK
- ICC – Legends lead the way as tributes pour in for India’s T20 World Cup triumph
- Al Jazeera – India beat South Africa by 7 runs to win ICC T20 World Cup 2024
- Espncricinfo – Stats – India first team to win the men’s T20 World Cup unbeaten
- BBC – টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের, দক্ষিণ আফ্রিকার ৩০ বলে ৩০ না করার আক্ষেপ
- BSS – ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো ভারত
|