schema:text
| - সম্প্রতি, বিএনপির চাঁদপুর কচুয়া উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে দাবিতে একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার বিএনপি ও পৌর বিএনপি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়নি বরং আলোচ্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে কথিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে এটি প্রকাশের তারিখ হিসেবে গত ১০ নভেম্বর উল্লেখ পাওয়া যায়। এছাড়া বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজের আদলে একটি স্ক্রিনশট লক্ষ্য করা যায়।
উক্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধানে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে গত ১০ নভেম্বর (১, ২) প্রকাশিত পোস্টে কবি সুমন মাহাবুব এর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোকবার্তা এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ শহিদুল ইসলাম বাবুলের পদের স্থগিতাদেশ প্রত্যাহারের
বিজ্ঞপ্তির পৃথক দুইটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পেজে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি নিয়ে কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। তবে শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুলের পদের স্থগিতাদেশ প্রত্যাহারের বিজ্ঞপ্তির পোস্টের ক্যাপশনের প্রথম লাইনের সাথে আলোচিত স্ক্রিনশট পোস্টের ক্যাপশনের হুবহু মিল পাওয়া যায়। ধারণা করা যায়, উক্ত পোস্টের স্ক্রিনশট বা নকল করেই আলোচিত দাবির স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজের পোস্ট গুলোতে থাকা প্রেস বিজ্ঞপ্তির সাথে আলোচিত দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তির তারিখের অংশের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন, বিএনপির মিডিয়া সেল কর্তৃক প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির তারিখ উল্লেখ করা হয়েছে, ১০ নভেম্বর ২০২৪। কিন্তু আলোচিত প্রেস বিজ্ঞপ্তিতে ‘১০ ই নভেম্বর, ২০২৪ ইং’ তারিখ উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। উক্ত প্রেস বিজ্ঞপ্তির সাথে আলোচিত দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তির “হাজীগঞ্জ” এবং “২০ সেপ্টেম্বর ২০২৪” ব্যতিত বাকি অংশের দৃশ্যমান মিল পাওয়া যায়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত উক্ত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল ১১ নভেম্বর প্রকাশিত একটি পোস্টে (আর্কাইভ) আলোচিত প্রেস বিজ্ঞপ্তিকে ভুয়া উল্লেখ করে জানানো হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উক্ত প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করা হয়। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবিরর রিউমর স্ক্যানারকে জানান, “এটা বানোয়াট মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত আকারে করা হয়েছে।”
সুতরাং, চাঁদপুরের কচুয়া উপজেলার বিএনপি ও পৌর বিএনপি কমিটি বিলুপ্ত ঘোষণা করার দাবিতে ইন্টারনেটে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পাদিত বা বিকৃত।
তথ্যসূত্র
- Bangladesh Nationalist Party – Facebook Post
- Statement from Shairul Kabir, Media Wing, BNP
|