সম্প্রতি, বাংলাদেশের ক্রিকেটার ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসানের কলাপাতায় ভাত খাওয়ার একটি ছবিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তার প্রচারণার সময়ের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাকিব আল হাসানের আলোচিত এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০২২ সালে তার মাগুরার বাড়িতে পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত পিকনিকে ধারণকৃত ছবি।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম ‘কালের কণ্ঠ’র অনলাইন সংস্করণে ২০২২ সালের ২৭ ডিসেম্বর ‘কলাপাতায় ভাত খেলেন সাকিব, ভাইরাল ছবি’ শীর্ষক শিরোনামে আলোচিত ছবিটি’র অনুরূপ একটি ছবি নিয়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সে সময়ের সোশ্যাল মিডিয়া পোস্টের বরাতে জানানো হয়, সাকিবের গ্রামের বাড়ি মাগুরায় পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত পিকনিকে উক্ত ছবিটি ধারণ করা হয়েছে।
পরবর্তীতে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ভেরিফাইড ফেসবুক এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সেসময়ে অর্থাৎ ২০২২ সালের ২৬ ডিসেম্বর প্রকাশিত পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত উক্ত পিকনিকের কিছু ছবি খুঁজে পাওয়া যায়।
তবে উক্ত ছবিগুলোর মধ্যে সাকিবের কলাপাতায় ভাত খাওয়ার আলোচিত ছবিটি খুঁজে পাওয়া না গেলেও শিশিরের পোস্টে সাকিবের পোশাক এবং আনুষঙ্গিক বিষয়বস্তুর সাথে ভাইরাল ছবিটির আনুষঙ্গিক বিষয়বস্তুর মিল দেখেছে রিউমর স্ক্যানার টিম।
মূলত, বাংলাদেশের ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি নিয়মিত নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। এরই প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের কলাপাতায় ভাত খাওয়ার একটি ছবিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তার প্রচারণার সময়ের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে জানা যায়, উক্ত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০২২ সালে মাগুরায় পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত পিকনিকে সাকিবের কলাপাতায় ভাত খাওয়ার সময়ে ধারণকৃত ছবি।
সুতরাং, পারিবারিক পিকনিকে সাকিব আল হাসানের কলাপাতায় ভাত খাওয়ার পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Kalerkantho: কলাপাতায় ভাত খেলেন সাকিব, ভাইরাল ছবি
- Sakib Ummey Al Hasan Facebook: Post
- Shishir Instagram: Post
- Rumor Scanner’s own investigation