schema:text
| - সম্প্রতি, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম নায়ক মনোয়ার হোসেন ডিপজলের সন্তান দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
আলোচিত ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, ছবিটি মূলত Topic News BD নামের একটি ইউটিউব চ্যানেলে ‘কোন অভিনেতার ছেলে নাহিদ ইসলাম? জানলে চমকে যাবেন আপনিও!’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিওর থাম্বানেইল ইমেজ।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ডিপজল নাহিদ ইসলামের পিতা দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং, ২০২৩ সালে সন্তানদের সাথে ডিপজলের জন্মদিন উদযাপনের পুরোনো ছবিকে সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে মনোয়ার হোসেন ডিপজলের ভেরিফাইড ফেসবুক পেজে ২০২৩ সালের ৭ এপ্রিলের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টটি পর্যালোচনা করে দেখা যায়, পোস্টে ব্যবহৃত প্রথম ছবিটির একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির বেশ কিছু মিল রয়েছে।
Image Comparison by Rumor Scanner
ছবিটিতে ডিপজলকে সাদা টি-শার্ট পরিহিত অবস্থায় দেখতে পাওয়া যায়। এছাড়াও তাকে আলোচিত ছবিটির ন্যায় কালো টি-শার্ট পরিহিত একজন ব্যক্তিকে ফুল দিতে দেখা যায়। তবে উক্ত ব্যক্তির চেহারার সাথে উপদেষ্টা নাহিদ ইসলামের চেহারার কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি পোস্টটির শিরোনাম থেকে জানা যায়, ছবিটি ২০২৩ সালে সিঙ্গাপুরে ছেলেদের সাথে ডিপজলের জন্মদিন উদযাপনের সময়ের। যেখানে তাকে তার দুই ছেলের সাথে দেখা যাচ্ছে।
পরবর্তীতে ডিপজলের ছেলেদের সম্পর্কে জানতে দৈনিক দেশ রূপান্তর এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৭ মার্চ ছোট ছেলেকে পরিচয় করালেন ডিপজল শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ডিপজলের তিন ছেলে ও এক মেয়ে আছেন। তার বড় ছেলের নাম শাদমান মনোয়ার অমি, ছোট ছেলের নাম সামির মনোয়ার এবং মেয়ের নাম ওলিজা মনোয়ার। তবে উক্ত প্রতিবেদনের কোথাও তার মেজো ছেলের নাম উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে পুনরায় মনোয়ার হোসেন ডিপজলের ফেসবুক পেজে তার পুরো পরিবারের একটি ছবি খুঁজে পাওয়া যায়। এখানে নাহিদকে দেখা যায়নি।
Screenshot: Facebook
উপদেষ্টা নাহিদ ইসলামের পরিবারের বিষয়ে জানতে অনুসন্ধানে জাতীয় দৈনিক যুগান্তর-এর ওয়েবসাইটে গত ৯ আগস্ট বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা নাহিদ ও আসিফ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, নাহিদ ইসলামের বাবার নাম বদরুল ইসলাম জামির। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। এছাড়াও তার মায়ের নাম মমতাজ নাহার।
সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা নায়ক ডিপজল দাবিতে ইন্টারনেটে একটি ছবি প্রচার করা হচ্ছে; যা এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Monowar Hossain Dipjol Facebook Page: আজকে আমার জম্মদিন ২ ছেলের সাথে জন্মদিন পালন করলাম সিঙ্গাপুরে। ফ্যামিলিকে খুব মিস করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
- Monowar Hossain Dipjol Facebook Page Post
- Desh Rupantor Website: ছোট ছেলেকে পরিচয় করালেন ডিপজল
- Monowar Hossain Dipjol Facebook Page: পরিবারের সবার সঙ্গে জন্মদিন উদযাপন।
- Jugantor Website: বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা নাহিদ ও আসিফ
- Rumor Scanner’s Own Analysis
|