সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বেশ কিছু পোস্টে দাবি করা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, “ইসলামিক মাহফিলে কোনো নেতার অনুমতি লাগবে না, মুসল্লীরা যা বলবে তাই হবে।”
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. ইউনূস ইসলামিক মাহফিলে কোনো নেতার অনুমতি লাগবে না শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং ভুয়া এই মন্তব্য ড. ইউনূসের নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবি প্রসঙ্গে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি। তাছাড়া, ড. ইউনূসের ব্যক্তিগত ফেসবুক পেজ Muhammad Yunus, তার সরকারি ফেসবুক পেজ Chief Adviser GOB (Head of the Government) এও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে রিউমর স্ক্যানারকে জানানো হয়েছে, ড. ইউনূস এমন কোনো মন্তব্য করেননি।
সুতরাং অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্ধৃতি করে ইসলামিক মাহফিলে কোনো নেতার অনুমতি লাগবে না শীর্ষক মন্তব্যটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Statement from Chief Adviser Press Wing