schema:text
| - সম্প্রতি, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের বিষয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি একটি ফটোকার্ড প্রকাশ করেছে শীর্ষক একটি দাবি প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডিবিসি’র আদলে তৈরি উক্ত ফটোকার্ডে আবদুচ ছালামের ছবি ব্যবহার করে দাবি করা হয়, ‘শেষ মুহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম।’
উক্ত ফটোকার্ড সম্বলিত ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আবদুচ ছালামের বিষয়ে ডিবিসি নিউজ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ডিবিসি’র ডিজাইনের আদলে উক্ত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডে থাকা ডিবিসি নিউজের লোগোর সূত্র ধরে ডিবিসি’র ভেরিফাইড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করেও উক্ত শিরোনামে বা তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, ডিবিসি’র ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যালোচনা করেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে অনুসন্ধানে ডিবিসি’র ভেরিফাইড পেজে গত ৪ জানুয়ারি ‘শেষ মুহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাউজভান্ডারী’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে এর শিরোনাম লেখার প্যাটার্নের মিল রয়েছে।
উক্ত ফটোকার্ডের ‘নজিবুর বশর মাইজভান্ডারী’ লেখাটির পরিবর্তে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ‘সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম’ শীর্ষক লেখাটি বসিয়ে দেওয়া হয়েছে এবং ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি পরিবর্তন করা হয়েছে।
এছাড়া অনুসন্ধানে ডিবিসি নিউজের ওয়েবসাইটে আবদুচ ছালামের নামের এই ফটো কার্ডটি ডিবিসি নিউজের নয় শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম নির্বাচন থেকে সরে দাঁড়াননি।
এছাড়াও প্রতিবেদনে বলা হয়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি মিথ্যা। ডিবিসি নিউজের পক্ষ থেকে এমন কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি।
মূলত, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গত ৪ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। উক্ত ঘটনায় ডিবিসি নিউজের পেজে এ সংক্রান্ত ফটোকার্ড প্রকাশ করা হয়। উক্ত ফটোকার্ড বিকৃত করে সম্প্রতি, ‘শেষ মুহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম’ শীর্ষক শিরোনামে ডিবিসি’র ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আবদুচ ছালাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর তথ্যটি ভুয়া।
সুতরাং, ‘শেষ মুহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম’ শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড।
তথ্যসূত্র
- DBC News Facebook Page: Photocard
- DBC News Facebook Page: Photocard
- DBC News Website: আবদুচ ছালামের নামের এই ফটো কার্ডটি ডিবিসি নিউজের নয় (dbcnews.tv)
- Rumor Scanner’s Own Analysis
|