schema:text
| - সম্প্রতি, ঢাকার গুলিস্তানে হিজাব এবং বোরকা পরিধান না করায় নারীকে হেনস্তা করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এক্সে (সাবেক টুইটার) প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিও প্রচার করে হিজাব ও বোরকা পরিধান না করায় নারীকে হেনস্তার যে দাবি করা হয়েছে তা সঠিক নয় বরং, রাজনৈতিক কারণে উক্ত নারীকে জনতা কর্তৃক পুলিশে সোপর্দ করার ভিডিও এটি।
অনুসন্ধানে আলোচিত ভিডিওতে সময় টিভির লোগো থাকার সূত্রে ‘সময় টিভি’র ফেসবুক পেজে গত ১০ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়, আওয়ামী লীগ নেত্রী সন্দেহে ২ নারীকে পুলিশে সোপর্দ। এছাড়া, ভিডিওতে উপস্থাপককে বলতে শোনা যায়, গুলিস্তানে ডাকা আওয়ামী লীগের সমাবেশে যোগদান করতে আসেন এই নারী এমন সন্দেহে পুলিশে দিয়েছে জনতা।
পরবর্তী অনুসন্ধানে ঢাকা ট্রিবিউন এর ওয়েবসাইটে গত ১০ নভেম্বর “আওয়ামী লীগ কর্মী সন্দেহে দুই নারীকে মারধর, পুলিশে সোপর্দ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ১০ নভেম্বর বিকাল ৩ টার দিকে ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের কর্মী সন্দেহে দুই নারীকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপির কর্মীরা।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে ঢাকা পোস্ট এবং আমাদের সময়৷
সুতরাং, রাজনৈতিক কারণে নারীকে হেনস্তা করে পুলিশে দেওয়ার ভিডিওকে হিজাব ও বোরকা পরিধান না করার কারণে নারীকে হেনস্তা করা হয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Somoy Tv- আওয়ামী লীগ নেত্রী সন্দেহে ২ নারীকে পুলিশে সোপর্দ
- Dhaka Tribune- আওয়ামী লীগ কর্মী সন্দেহে দুই নারীকে মারধর, পুলিশে সোপর্দ
- Rumor Scanner’s Own Analysis
|