About: http://data.cimple.eu/claim-review/5291db5891e9688075895323154a3c896f0dfdeb6fec6fcd80b2edf1     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • ২২ ডিসেম্বর (রবিবার) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে দাবিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন একাত্তর টিভি, সময় টিভি (ইউটিউব), একুশে টিভি, চ্যানেল২৪ (ইউটিউব), আরটিভি, দীপ্ত নিউজ, মোহনা টিভি, নাগরিক টিভি (ফেসবুক), কালবেলা, নয়া দিগন্ত, সমকাল, কালের কণ্ঠ, ইনকিলাব, যায়যায়দিন (ইউটিউব), দেশ রূপান্তর (ইউটিউব), দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, দৈনিক আমাদের সময়, মানবকণ্ঠ, জনকণ্ঠ, ডেইলি সান, অবজার্ভার বিডি, দৈনিক সংগ্রাম, বাংলাদেশ জার্নাল (ফেসবুক), ঠিকানা নিউজ (ফেসবুক), ফেস দ্য পিপল (ফেসবুক), দ্য ডেইলি ক্যাম্পাস (ফেসবুক), ডেইলি বাংলাদেশ, জুম বাংলা, ঢাকা প্রকাশ (ফেসবুক), দ্যা বাংলাদেশ মোমেন্টস, বাংলাদেশ টাইমস, বাংলাদেশ টাইমস (ফেসবুক), নয়া শতাব্দী, ঢাকা টাইমস, ডেল্টা টাইমস, আমাদের সময়.কম, সাম্প্রতিক দেশকাল, সারাবাংলা, আলোকিত বাংলাদেশ, এমটিনিউজ২৪, জাস্টনিউজবিডি, আমার সংবাদ, সংবাদ, নিউজ জি২৪, বার্তা বাজার, স্বদেশ প্রতিদিন, শেয়ার নিউজ২৪, বিডি২৪লাইভ, বিজনেস বাংলাদেশ, প্রতিদিনের সংবাদ, জনমত, প্রতিদিনের চিত্র বিডি ডটকম, নতুন সময়, দেশে বিদেশে, অর্থ সংবাদ, ২৪ লাইভ নিউজপেপার (ফেসবুক), বিডি২৪ লাইভ ডটকম (ফেসবুক)। উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। উক্ত দাবিতে গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। এছাড়া উক্ত দাবিতে বাংলা ভিশন, যুগান্তর, ঢাকা পোস্ট, বায়ান্ন টিভি, সময়ের আলো, আজকালের খবর, ঢাকা মেইল, সংবাদ প্রকাশ, একুশে সংবাদ, আমার বার্তা, সময়ের কণ্ঠস্বর, বিবার্তা২৪, সানবিডি২৪ এবং খবর সংযোগ প্রতিবেদন প্রকাশ করে পরবর্তীতে তা সংশোধন করে বা সরিয়ে নেয়। উক্ত দাবিতে ওপার বাংলার গণমাধ্যমেও সংবাদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এরূপ দাবিতে ওপার বাংলায় প্রকাশিত সংবাদ প্রতিবেদন দেখুন কলকাতা২৪×৭, হিন্দুস্তান টাইমস, এই মূহুর্তে, জি২৪ঘন্টা (ফেসবুক)। গণমাধ্যম ছাড়াও নেটিজেন কর্তৃক উক্ত দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির খবরটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ইন্টারপোলের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তাছাড়া, এখন পর্যন্ত এমন কোনো তথ্য বাংলাদেশ পুলিশের কাছে নেই বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর। এ বিষয়ে অনুসন্ধানে ইন্টারপোলের ওয়েবসাইটে পাবলিক রেড নোটিশ জারি হওয়া বাংলাদেশি নাগরিকদের বিষয়ে অনুসন্ধান করলে তাতে এরূপ ৬৩ জন বাংলাদেশি নাগরিকের নাম পাওয়া যায় যাদের বিরুদ্ধে খুন, পর্নোগ্রাফিক কন্টেন্ট তৈরি করে বিতরণসহ নানা অপরাধের কারণে পাবলিক রেড নোটিশ জারি করা হয়েছে। তবে, পাবলিক রেড নোটিশ জারি হওয়া উল্লিখিত ৬৩ জনের নামের মধ্যে শেখ হাসিনার নাম পাওয়া যায়নি। প্রচারিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, রোববার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গণহত্যা মামলার প্রধান আসামি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে। (১,২,৩) তবে তার কিছুসময় পরই সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটরের বক্তব্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। তিনি জানান, ‘রেড নোটিশ ইন্টারপোল জারি করেছে কি না, সে বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে এনসিবি এবং পুলিশ মহাপরিদর্শক কার্যালয়ের। আমরা এই খবর পরিষ্কারভাবে বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কি না বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা প্রকাশিত হয়েছে কি না।’ এরই সূত্র ধরে রিউমর স্ক্যানার টিম যোগাযোগ করে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি এনামুল হক সাগরের সাথে। তিনি জানান, আজ (২২ ডিসেম্বর) রেড নোটিশ ইস্যু বা জারি হওয়া সংক্রান্ত যে তথ্য প্রচার হয়েছে, সে সংক্রান্ত কোনো তথ্য পুলিশ সদর দপ্তরের কাছে নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছিলেন, জুলাই-আগস্টের গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হচ্ছে। এর দুইদিন পর গত ১২ নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছিলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উল্লেখ্য, ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এমন একটি সংস্থা, যা ১৯৬টি সদস্য রাষ্ট্রের মধ্যে পুলিশ বাহিনীকে একসঙ্গে কাজ করতে সহায়তা করে। এটি অপরাধ ও অপরাধীদের সম্পর্কে তথ্য শেয়ারসহ বিভিন্ন প্রযুক্তিগত ও কার্যক্রমগত সহায়তা প্রদান করে। আর, রেড নোটিশ হল কোনো ব্যক্তি বা অপরাধীকে চিহ্নিত করে এবং তাকে আটক করা বা এরূপ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য করা একটি অনুরোধ। তবে, রেড নোটিশ আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়। কারোর জন্য রেড নোটিশ জারি করার অর্থ হলো সদস্য দেশ বা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে ঐ ব্যক্তিকে খোঁজা হচ্ছে। এক্ষেত্রে সদস্য দেশগুলো তাদের নিজস্ব আইন অনুযায়ী সিদ্ধান্ত নেয়, কিভাবে বা কখন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে কি না। সুতরাং, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে শীর্ষক দাবিটি মিথ্যা। তথ্যসূত্র - INTERPOL – View Red Notices - Prothom Alo – শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্তে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: চিফ প্রসিকিউটর - Statement of Enamul Haque Sagor, PPM, AIG(Media & Public Relations) - Rumor Scanner’s analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 3 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software