schema:text
| - সম্প্রতি, “ইউক্রনের আকাশে আমেরিকান বিমানে সেনাবাহিনী বিশেষ টহল” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইউক্রেনের আকাশে আমেরিকান সেনাবাহিনীর বিশেষ টহল দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি ইউক্রেনে ধারণ করা কোনো ভিডিও নয় বরং এটি প্রায় ৬ বছর পূর্বে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় দেশটির সশস্ত্র বাহিনীর প্যারাট্রুপারস স্ট্যাটিক লাইন জাম্প কার্যক্রমের ভিডিও।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘AirSource Military’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ২৮ মে “Paratroopers Static Line Jump From C-17” শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
যেখানে ভিডিওটির বিবরণে উল্লেখ করা হয়েছে-
“৮২ তম এবং ১০১ তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপাররা উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্রাগে সিসিলি ড্রপ জোনের উপর C-17 গ্লোবমাস্টার III বিমান থেকে স্ট্যাটিক লাইন জাম্প করে। এয়ারসোর্স মিলিটারি মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ইভেন্ট এবং মিশনগুলো কভার করে: সেনাবাহিনী, নৌবাহিনী, মেরিন কর্পস, এয়ার ফোর্স এবং কোস্ট গার্ড।”
এছাড়া, ইউক্রেনে এখন পর্যন্ত কোন সৈন্য পাঠায় নি যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম CNN এর অনলাইন সংস্করণে গত ২৮ ফেব্রুয়ারিতে “Why the US isn’t sending troops into Ukraine” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। বরঞ্চ রাশিয়া-ইউক্রেন সংঘাতের আশংকায় পূর্বেই ইউক্রেনে অবস্থিত মার্কিন সৈন্যদের প্রস্থানের নির্দেশ দিয়ে তাদের সরিয়ে নিয়েছিলো যুক্তরাষ্ট্র।
অর্থাৎ, যেহেতু যুক্তরাষ্ট্র ইউক্রেনে কোনো সৈন্য পাঠায় নি তাই ইউক্রেনের আকাশে আমেরিকান সেনাবাহিনীর বিশেষ টহলের বিষয়টিও ভিত্তিহীন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যারাট্রুপারস স্ট্যাটিক লাইন জাম্প অনুশীলন সংক্রান্ত পুরোনো একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইউক্রেনের আকাশে আমেরিকান সেনাবাহিনীর বিশেষ টহল দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ইউক্রনের আকাশে আমেরিকান বিমানে সেনাবাহিনী বিশেষ টহল
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
|