schema:text
| - সম্প্রতি “নারায়ণগঞ্জে তৈমুরকে হেফাজতের সমর্থন” শীর্ষক শিরোনামে একটি সংবাদ দেশের বেশকিছু মূলধারার সংবাদ মাধ্যমে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তৈমুরকে ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’ সাংগঠনিক ভাবে সমর্থন দেয় নি বরং হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কর্মীরা ব্যক্তিগত মতাদর্শ থেকে তৈমুরকে সমর্থন দিয়েছে।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম আরটিভি, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন ও ইনকিলাব, নিউজ বাংলা২৪, মানবকন্ঠ, পূর্ব পশ্চিম, বাংলানিউজ২৪ সহ বেশ কয়েকটি অনলাইন পোর্টালে গত ২৪ ডিসেম্বরে ‘নাসিক নির্বাচনে তৈমুরকে হেফাজতের সমর্থন‘ শীর্ষক সংবাদটি খুঁজে পাওয়া যায়।
মূলত, গত ২৪ ডিসেম্বর শুক্রবার মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের বাড়িতে গিয়ে কয়েকশো হেফাজত কর্মী সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে নাসিক নির্বাচনে তৈমুরকে সমর্থনের ঘোষণা দেন। সেই সূত্র ধরে বেশ কয়েকটি মূলধারার গণমাধ্যম নাসিক নির্বাচনে তৈমুরকে হেফাজতের সমর্থন শীর্ষক দাবিতে সংবাদ প্রকাশ করে।
তবে, গত ০৪ জানুয়ারি গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মহীউদ্দীন রাব্বানী জানিয়েছেন, “নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কারও পক্ষে বা বিপক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো অবস্থান নেই। হেফাজতের কেউ যদি কারও পক্ষে বা বিপক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেন কিংবা সমর্থন করেন, তাহলে তা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে হেফাজতের কোনো যোগসূত্র নেই।
মহাসচিব সাজিদুর রহমানকে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক, ইসলাহী দ্বীনি সংগঠন। হেফাজতের কেন্দ্রীয় কমিটি বাদে হেফাজতের আর কোনো কমিটি নেই। সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে।’ এছাড়া ‘জাতীয় এবং স্থানীয় কোনো নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে হেফাজতের কোনো সমর্থন নেই। এমনকি হেফাজতে ইসলাম বাংলাদেশ কোথাও আল্লাহ, রাসুল, কোরআন সুন্নাহ তথা ইসলাম বিরোধী কোনো কাজ ঘটলে, সে ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করবে।’
উল্লেখ্য, আগামী ১৬ ই জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরো পড়ুনঃ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীর মুসলিম হওয়ার খবরটি মিথ্যা
উল্লেখ্য, ২০২১ সালের ২৫ এপ্রিল এক ভিডিও বার্তার মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনটির তৎকালীন আমির প্রয়াত জুনায়েদ বাবুনগরী। সে হিসেবে ঐ কমিটির অধীন সংগঠনটির সকল ইউনিট কমিটিই বিলুপ্ত হয়ে যায়। মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বাধীন হেফাজতের বর্তমান কমিটির কোনো শাখা কমিটি নেই বলে ৪ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
অর্থাৎ, হেফাজতের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে মেয়র প্রার্থী তৈমুরকে সমর্থনে সংবাদ প্রচারিত হলেও হেফাজতের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে নাসিক নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে হেফাজতে ইসলামের সাংগঠনিকভাবে সমর্থন নেই এবং কেন্দ্রীয় কমিটি ব্যতীত সংগঠনটির বর্তমান কোনো কমিটি নেই।
সুতরাং, আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তৈমুর আলমকে হেফাজতে ইসলামের সাংগঠনিক ভাবে সমর্থন দেওয়ার দাবিটি বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: নারায়ণগঞ্জে তৈমুরকে হেফাজতের সমর্থন
- Claimed By: Facebook Posts & Media Outlets
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Prothom Alo: https://www.prothomalo.com/politics/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A3%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%B9%E0%A7%87%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A4
- Prothom Alo: https://www.prothomalo.com/bangladesh/%E0%A6%B9%E0%A7%87%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%98%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE
- Sarabangla.net: https://sarabangla.net/post/sb-620364/
|