মীনাক্ষীর চিরকুটের মাধ্যমে চাকরি পাওয়ার দাবিতে ভাইরাল আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের স্ক্রিনশটটি সম্পাদিত
সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে আনন্দবাজার পত্রিকা অনলাইন-এর একটি প্রতিবেদনের স্ক্রিনশট বেশ ঘুরপাক খাচ্ছে। এই প্রতিবেদন অনুযায়ী, বাম আমলে কোন পরীক্ষা না দিয়েই চিরকুটের মাধ্যমে চাকরি পেয়েছিলেন ডিওয়াইএফআই-এর সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে,” বামফ্রন্টের নেত্রী মীনাক্ষী বিনা পরীক্ষায় চিরকুটে চাকরি। অথচ যোগ্য শিক্ষকদের কি করে চোর বলতে পারে।“
প্রতিবেদনটি অনুযায়ী, বাম আমলে ২০০৫-২০১০ সালে কোন পরীক্ষা না দিয়ে সরকারি কলেজের 'ল্যাব অ্যাসিস্ট্যান্ট' পদে লক্ষ টাকা বেতনে চাকরি করেছেন বি.এ. পাশ মীনাক্ষী। একজন আর্টসের ছাত্রী হয়ে কিভাবে 'ল্যাব অ্যাসিস্ট্যান্ট' পদে চাকরি করতে পারে। বামফ্রন্টের এই নেত্রীকে 'ল্যাব এসিস্ট্যান্ট' পদে চাকরি করতে গেলে 'আর্টস' নয় তাকে 'সায়েন্স' নিয়ে পড়াশোনা করতে হবে। তিনি বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে যোগ্য শিক্ষকদের কিভাবে চোর বলে।
তথ্য যাচাই করে আমরা পেয়েছি যে বিনা পরীক্ষায় চিরকুটের মাধ্যমে মীনাক্ষীর চাকরি পাওয়া নিয়ে এরকম কোন প্রতিবেদন আনন্দবাজার পত্রিকা প্রকাশ করেনি। আনন্দবাজার পত্রিকার মাস্টহেড যুক্ত ভাইরাল এই স্ক্রিনশটটি ডিজিটালি কারুকার্যের মাধ্যমে তৈরি
|ফেসবুক পোস্ট
|আর্কাইভ
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে লক্ষ্য করি। দেখা যাচ্ছে স্ক্রিনশটের প্রতিবেদনে ভিন্ন ভিন্ন ফন্ট ব্যবহার করা, শিরোনামের পটভূমিতে হলুদ রং সহ লেখা গুলো অগোছালো হয়ে আছে। যা প্রথমেই আমাদের মনে সন্দেহের উদ্ভব ঘটাই। তাই, আমরা আনন্দবাজার পত্রিকা অনলাইনের প্রতিবেদনের সাথে পোস্টের এই প্রতিবেদন তুলনা করে দেখি। যা আমাদের স্পষ্ট করে যে পোস্টের স্ক্রিনশটের প্রতিবেদনে ব্যবহৃত ফন্ট, লেখার ধরন আনন্দবাজার পত্রিকা অনলাইনের প্রতিবেদনের থেকে একদমই আলাদা।
তারপর, এই স্ক্রিনশট সম্পর্কিত আরও তথ্য খুঁজতে গিয়ে আনন্দবাজার পত্রিকা অনলাইনের একটি প্রতিবেদন পাই যেখানে ফেসবুক পোস্টের প্রতিবেদনটিকে ভুয়ো বলে জানিয়েছেন। জানিয়েছেন, আনন্দবাজার পত্রিকা এরকম কোন প্রতিবেদন প্রকাশ করেনি। সেই প্রতিবেদনে লেখা হয়েছে,” মিনাক্ষী দলের সর্ব ক্ষণের কর্মী হওয়ার আগে কুলটি কলেজে ভূগোলের পরীক্ষাগারে সহকারীর কাজ করতেন। তবে সেই চাকরি ছিল অস্থায়ী। বছর ছয় হল সেই চাকরি নিজেই ছেড়ে দিয়েছেন সিপিএমের যুবনেত্রী।“
|প্রতিবেদন
|আর্কাইভ
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাম আমলে বিনা পরীক্ষায় চিরকুটের মাধ্যমে মীনাক্ষীর চাকরি পাওয়া নিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনটি সম্পাদিত করে তৈরি করা।
Sources
Anandabazar Patrika Online official site
https://www.anandabazar.com/
Anandabazar Patrika Online Clarification
https://www.anandabazar.com/west-bengal/again-using-the-mast-head-of-anandabazar-online-fake-news-went-viral-on-social-media-dgtl/cid/1513958