গত ৯ অক্টোবর থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে পূজামণ্ডপের প্রতিমা ভাঙচুরসহ বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসবের মধ্যে প্রতিমার সামনে দাঁড়িয়ে এক মুসলিম ব্যক্তির ইসলামিক বাণী প্রচারের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি প্রচারিত উক্ত ভিডিওগুলো সম্মিলিতভাবে ৪৫ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ৩৫ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রতিমার সামনে দাঁড়িয়ে এক মুসলিম ব্যক্তির ইসলামিক বাণী প্রচারের আলোচিত ভিডিওটি বাংলাদেশের নয়, বরং এটি ২০২৩ সালের ভারতের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে Razvi Noori M.D নামের একটি ইউটিউবে চ্যানেলে ২০২৩ সালের ০৭ অক্টোবর তারিখে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু একই দৃশ্য পাওয়া যায়। ভিডিওটিতে দাবি করা হয়, ২০২৩ সালে ভারতের উত্তর প্রদেশের কানপুরের গণেশের পূজার সময়ে দেওবন্দের লোকেরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়। সে সময়কার দৃশ্য এটি।
তাছাড়া, ২০২৩ সালের ০৩ অক্টোবর তারিখে ইনস্টাগ্রামে ভারতীয় একটি অ্যাকাউন্ট থেকে উক্ত ভিডিওটি প্রচার হতে দেখা যায়। যেখানে দাবি করা হয়, ভিডিওটিতে প্রদর্শিত মানুষজন মুসলিম ধর্মাবলম্বী, তারা দেওবন্দী মতাদর্শের। এর পরবর্তী সময়ে ২০২৩ সালের ১৪ ডিসেম্বরেও উক্ত ভিডিওটি ভারতীয় ভিন্ন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রচারিত হতে দেখা যায়। যার মন্তব্যঘর থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, ভারতে ২০২৩ সালে প্রতিমার সামনে এক মুসলিম ব্যক্তির ইসলামিক বাণী প্রচারের ভিডিওকে বাংলাদেশের চলমান দুর্গাপূজার ভিডিও বলে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Razvi Noori M.D. – ये देखो देवबंदी ने गणेश की पूजा || देवबंदी बने पुजारी| Deobandi Bane Pujari
- Deen E Raah – Instagram Post
- Islam_express__ – Instagram Post
- Rumor Scanner’s own analysis