About: http://data.cimple.eu/claim-review/56c98bfc7ef5ce0801da605d6a4da3d4a51ca2a79a8cd1f943cb9d93     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, “২০৩০ সালের কাবা শরীফের নকশা” শীর্ষক শিরোনামে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি ২০৩০ সালের কাবা শরীফের নকশার নয় বরং ছবিটি ২০১৫ সাল থেকেই কাবা শরীফের ২০২০ সালের নকশা দাবিতে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যম Akhbaar24 – এ ২০১৫ সালের ১৮ই মার্চে “Makkah Development Authority: Pictures circulating of the Grand Mosque by 2020 are not true” (অনুবাদিত) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি খুঁজে পাওয়া যায়। এছাড়া, Okaz এবং twasul নামের ওয়েবসাইটে একই বছরে প্রকাশিত ভিন্ন দুইটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। মূলত, সাম্প্রতিক সময়ে ২০৩০ সালের কাবা শরীফের নকশা দাবিতে প্রচারিত তথ্য ও ছবি পূর্বেও ২০১৫ সালে ‘২০২০ সালের কাবা শরীফের নকশা’ দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হলে মক্কার সুপ্রিম ডেভেলপমেন্ট অথোরিটি বিষয়টি অসত্য বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করেন। মক্কা ডেভেলপমেন্ট অথোরিটির সহকারী মহাসচিব ইঞ্জিনিয়ার খালেদ ফিদা জানান, ‘কর্তৃপক্ষ গ্র্যান্ড মসজিদের আশেপাশের কেন্দ্রীয় অঞ্চলের জন্য পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন নয়। এর ভূমিকা কেবলমাত্র এলাকাটির উন্নয়নে সরকারী এবং বেসরকারী সংস্থাগুলির সাথে সমন্বয়ের মধ্যে সীমাবদ্ধ‘। প্রচারিত নকশার ছবির মূল উৎস খুঁজে না পাওয়া গেলেও Hamari Web নামের একটি ওয়েবসাইটে “Masjid Al Haram – The Architectural Plan for Future” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে কাবা শরীফের নকশা দাবির একাধিক ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। উল্লেখ্য, ২০১৫ সালে ছবিগুলো ‘২০২০ সালের কাবা শরীফের নকশা’ দাবিতে ছড়িয়ে পড়লে, সৌদি এন্টি রিউমর অথোরিটি বিষয়টিকে মিথ্যা শনাক্ত করে টুইট প্রকাশ করে। لا صحة لاعلان الهيئة العليا لتطوير مكة المكرمة التصميم الجديد للحرم المكي الشريف لعام 2020. http://t.co/xkRggSXnJ1 pic.twitter.com/lRSy9iS6Lr — هيئة مكافحة الإشاعات (@No_Rumors) March 18, 2015 পাশাপাশি বিষয়টি ২০২১ সালে পুনরায় প্রচারিত হওয়ায় ফ্যাক্টচেকিং ওয়েবসাইট Misbar উক্ত বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে। আরো পড়ুনঃ অস্ট্রেলিয়ার একটি রাস্তার ছবি মদিনা শরীফের রাস্তা দাবিতে প্রচার সুতরাং, ২০৩০ সালের কাবা শরীফের নকশা দাবিতে সাম্প্রতিক সময়ে প্রচারিত তথ্য ও ছবিগুলো পূর্বেও তথ্যসূত্র ছাড়া ২০২০ সালের নকশা দাবিতে প্রচার করা হয়েছে প্রকৃতপক্ষে; যা সম্পূর্ণ মিথ্যা। [su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″] - Claim Review: ২০৩০ সালের কাবা শরীফের নকশা - Claimed By: Facebook Posts - Fact Check: False [/su_box] তথ্যসূত্র - Akhbaar24: https://akhbaar24.argaam.com/article/detail/208298 - Okaz: لا صحة لصور المسجد الحرام المتداولة ولا علاقة لنا بتخطيط «المركزية» – أخبار السعودية | صحيفة عكاظ - Twasul: هيئة تطوير مكة: الصور المتداولة لتوسعة المسجد الحرام .. غير صحيحة | صحيفة تواصل الالكترونية - Hamariweb: Masjid Al Haram – The Architectural Plan for Future : 8 pics
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 2 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software