schema:text
| - সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, “ইন্ডিয়ান চিনিতে আরসেনিক মিশিয়ে দিচ্ছে, ঢাকা এর সাইন্স lab এই তথ্য নিশ্চিত করেছেন।”
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতীয় চিনিতে আর্সেনিক মেশানোর দাবিটি সঠিক নয় বরং সায়েন্স ল্যাব নামক সূত্রের বরাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে লক্ষ্য করা যায়, তথ্যসূত্র হিসেবে ঢাকার সায়েন্স ল্যাব উল্লেখ করা হয়েছে। এরই প্রেক্ষিতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ঢাকার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) নামক প্রতিষ্ঠানটি সায়েন্স ল্যাবরেটরি বা সায়েন্স ল্যাব নামেও পরিচিত। এটি বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত একটি মাল্টিডিসিপ্লিনারি গবেষণা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার যোগাযোগ করে বিসিএসআইআর এর ইনস্টিটিউট অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যানালাইটিক্যাল সার্ভিস সেলের অফিসার ইন চার্জ ড. মোহাম্মদ শাহ জামালের সাথে। তিনি নিশ্চিত করেন, প্রচারিত দাবিটি ভুয়া৷
সুতরাং, সায়েন্স ল্যাবের বরাতে ভারতীয় চিনিতে আর্সেনিক মেশানোর দাবিটি মিথ্যা এবং ভিত্তিহীন।
তথ্যসূত্র
- BCSIR – Website
- BCSIR – Facebook Page
- Statement of Dr. Mohammad Shah Jamal, Officer-In-Charge, Analytical Service Cell, Institute of Food Science and Technology, BCSIR
- Rumor Scanner’s own analysis
|