schema:text
| - সম্প্রতি, “আইপিএল আসছে নতুন নিয়মে ! ১০০ মিটারের চেয়ে বড় ছক্কা মারলে ৮ রান দেওয়া হবে।” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১০০ মিটারের চেয়ে বড় ছক্কা মারলে ৮ রান দেওয়া হবে এমন কোনো নিয়ম আইপিএলে এখন পর্যন্ত চালু করা হয়নি বরং এটি কেবলমাত্র ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার এবং প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া এর পরামর্শ/প্রস্তাবনা।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, CrickTracker নামের একটি ওয়েবসাইটে ২০২১ সালের ৭ জুনে “Eight runs for sixes over 100m, no leg-byes and soft signal’ – Aakash Chopra suggests 10 laws that should be changed in cricket” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় যেখানে আকাশ চোপড়া দশটি আইনের পরামর্শ দিয়েছেন যা তার মতে ক্রিকেটে পরিবর্তন করা উচিত।
পাশাপাশি, আকাশ চোপড়া’র ১০টি ক্রিকেট আইন পরিবর্তনের পরামর্শ নিয়ে একই সময়ে প্রকাশিত আরো বেশ কিছু প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, আকাশ চোপড়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই তারিখে “10 Cricket RULES that should CHANGE | 100+ Metres SIX to be 8 RUN?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়।
মূলত, ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার এবং সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ক্রিকেট খেলায় ১০০ মিটারের চেয়ে বড় ছক্কার জন্য ৮ রান দেয়ার নিয়মসহ ১০টি আন্তর্জাতিক ক্রিকেট আইন পরিবর্তনের পরামর্শমূলক একটি ভিডিও প্রকাশ করেন। এরপরেই ক্রিকেট আইন পরিবর্তনের তার এই পরামর্শ নিয়ে ক্রিকট্রেকারসহ একাধিক ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশিত হয়। আকাশ চোপড়ার সেই পরামর্শ নিয়ে করা ক্রিকট্রেকারের উক্ত প্রতিবেদনকে সূত্র হিসেবে উল্লেখ করে, সম্প্রতি আইপিএলে নতুন নিয়মে ১০০ মিটারের চেয়ে বড় ছক্কা মারলে ৮ রান দেওয়া হবে দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
তবে, আকাশ চোপড়া শুধু আইপিএলের জন্য নয় বরং আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন।
আরো পড়ুনঃ নিকোলাস পুরাণ তার আইপিএল বেতনের একটি অংশ দান করেছেন, পুরোটা নয়
প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের আইপিএল ( ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ) চলাকালীন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী আইপিএলে বড় ছক্কার জন্য ৮ রান চান এমন একটি মন্তব্য করেছিলেন। তবে বড় ছক্কার জন্য ৮ রান এর বিষয়টি ক্রিকেট নিয়ম হিসেবে এখন পর্যন্ত গৃহীত হয়নি।
এছাড়াও, টাইমস অব স্পোর্টস নামের একটি ভারতীয় স্পোর্টস ওয়েবসাইটে ২০২১ সালের ১ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে ২০২২ আইপিএল এর সকল নতুন ও পুরাতন নিয়ম নিয়ে করা একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যেখানে ১০০ মিটারের চেয়ে বড় ছক্কার জন্য ৮ রান সংক্রান্ত কোনো নিয়ম বা তথ্য খুঁজে পাওয়া যায় নি।
উল্লেখ্য, ২০১৮ সালে অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ডিন জোনস ৮০ মিটার এর চেয়ে বড় ছক্কার জন্য ৮ রান এবং ২০২১ সালে সাবেক ইংলিশ তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন টি-টুয়েন্টি ক্রিকেটে ১০০ মিটারের চেয়ে বড় ছক্কার জন্য ১২ রান হওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন।
I want an addition to the rules in T20 cricket!
Or, @englandcricket can do it in the 100.
If a player hits a 6 that goes over 100m, I want a 12 awarded! @ICC
— Kevin Pietersen🦏 (@KP24) April 27, 2021
সুতরাং, ১০০ মিটারের চেয়ে বড় ছক্কার জন্য ৮ রান হওয়া সংক্রান্ত আকাশ চোপড়া’র একটি ব্যক্তিগত পরামর্শ সাম্প্রতিক সময়ে আইপিএলের নতুন নিয়মে ১০০ মিটারের চেয়ে বড় ছক্কার জন্য ৮ রান দেওয়া হবে দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: আইপিএল আসছে নতুন নিয়মে ! ১০০ মিটারের চেয়ে বড় ছক্কা মারলে ৮ রান দেওয়া হবে
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- ‘Eight runs for sixes over 100m, no leg-byes and soft signal’ – Aakash Chopra suggests 10 laws that should be changed in cricket
- “8 runs for sixes over 100m” – Aakash Chopra names 10 cricket laws that should be changed
- 10 Cricket RULES that should CHANGE | 100+ Metres SIX to be 8 RUN? | Betway Cricket Aakash
- IPL 2018: MS Dhoni wants 8 runs for big sixes- Mitchell McClenaghan hits back with his own ‘great’ idea
- Should the biggest sixes be worth more? | cricket.com.au
- IPL 2022 Format and New Rules – All Exclusive Details
- IPL 2018: MS Dhoni wants 8 runs for big sixes- Mitchell McClenaghan hits back with his own ‘great’ idea
- Kevin Pietersen Thinks Out Of The Box With A Suggestion Of ’12 Run’ Rule In T20 Cricket
- KP Tweet
|