schema:text
| - সম্প্রতি, “রফিকুল ইসলাম মাদানির জরুরি লাইভ” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি প্রায় দুই বছর পুরোনো একটি ভিডিও।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, Salehi Media নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১৯ জুলাইয়ে ‘শেষ লাইভ শেষ ওয়াজ বক্তা রফিকুল ইসলাম মাদানীর ||লাইভে এসে ক্ষমা চাইলো দেখুন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি ‘ HM Imdadul Haque Kausar’ নামের একটি ফেসবুক পেজে একই তারিখে ‘মাওঃরফিকুল ইসলাম মাদানী’র শেষ লাইভ,শেষ বক্তব্য,শেষ ওয়াজ। একবার শুনে দেখুন না!’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ঐ ভিডিও খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০২০ সালের জুলাই মাসে আলোচিত ও কথিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীর উস্তাদ ও নবীদের নিয়ে একটি বক্তব্যে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হলে তিনি ফেসবুক লাইভে এসে উক্ত বক্তব্য নিয়ে নিজের মতামত তুলে ধরে ক্ষমা প্রার্থনা করেন। সেই সময়ের ঐ লাইভ ভিডিওকেই সাম্প্রতিক সময়ে রফিকুল ইসলাম মাদানির জরুরি লাইভ দাবিতে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় পুনরায় ফেসবুকে প্রচার করা হচ্ছে।
আলোচিত ঐ লাইভ ভিডিওটি রফিকুল ইসলামের ফেসবুক আইডিতে বর্তমানে খুঁজে পাওয়া না গেলেও এটি নিশ্চিত যে, ভিডিওটি সাম্প্রতিক সময়ে ধারণ করা নয়।
প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও ‘Abu Toha Muhammad Adnan’ নামের উক্ত ফেসবুক পেজ হতে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় প্রচারিত একটি ভিডিওকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক কথাবার্তা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানীকে ২০২১ সালের ৭ এপ্রিল আটক করা হয় এবং প্রায় ১০ মাস পর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি কারাগারে আছেন এবং তার অভিযোগ গঠন শুনানি ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
সুতরাং, রফিকুল ইসলাম মাদানীর ২০২০ সালের জুলাই মাসে প্রচারিত একটি ফেসবুক লাইভ ভিডিও সাম্প্রতিক সময়ে প্রকৃত সময় ও প্রেক্ষাপট উল্লেখ ছাড়া বর্তমান সময়ের ভিডিও দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: রফিকুল ইসলাম মাদানির জরুরি লাইভ
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Salehi Media YouTube: https://www.youtube.com/watch?v=eHq9fOA98lY Archive: https://perma.cc/LVU4-D7BY
- HM Imdadul Haque Kausar Facebook: https://www.facebook.com/watch/?v=309415910187012&ref=sharing Archive: https://perma.cc/48AE-6CHV
- Prothom Alo: ‘শিশু বক্তা’ রফিকুল মাদানী আটক, মুক্তি না দিলে কর্মসূচির হুমকি হেফাজতের
- Prothom Alo: ‘শিশুবক্তা’ রফিকুলের বিচার শুরু
- Bangla Tribune: রফিকুল ইসলাম মাদানীর অভিযোগ গঠন ২২ ফেব্রুয়ারি
|