সম্প্রতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে কলকাতার টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার উপস্থাপক ও সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষের ছবি দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সজীব ওয়াজেদ জয়ের সাথে ময়ুখ রঞ্জন ঘোষের এই ছবিটি আসল নয় বরং, জয়ের সাথে বিগত সরকারের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ভিন্ন একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আরাফাতের মুখমণ্ডলের স্থলে ময়ুখের মুখমণ্ডল বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফত এর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৩ সালের ০১ জুলাই প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত ছবিটিতে সজীব ওয়াজেদ জয়ের সাথে মোহাম্মদ আলী আরাফাতকে দেখা যায়।
এই ছবিটির ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তুর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল পাওয়া যায়। ছবিটিতে শুধু ময়ুখ রঞ্জন ঘোষের স্থলে মোহাম্মদ আলী আরাফাতকে দেখা যায়।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে এই ছবিতে মোহাম্মদ আলী আরাফাতের
মুখমণ্ডলের স্থলে ময়ুখ রঞ্জন ঘোষের মুখমণ্ডল বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সজীব ওয়াজেদ জয়ের সাথে ময়ুখ রঞ্জন ঘোষের কোনো ছবি খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, সজীব ওয়াজেদ জয়ের সাথে ময়ুখ রঞ্জন ঘোষ দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Mohammad A. Arafat X: Post
- Rumor Scanner’s Own Analysis