schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
News
বর্তমানে ফেসবুকে বঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি খবরের কাগজের ছবি ছড়িয়েছে যেখানে লেখা আছে চীনের উপরাষ্ট্রপতি মমতা ব্যানার্জীকে ভারতের সবথেকে সৎ রাজনীতিবিদ।
ফেসবুকে ও টুইটারে খবরের কাগজের প্রকাশিত ছবিটি অনেকে পোস্ট করেছে।। কাগজে মুখ্যমন্ত্রীর সাথে চীনের উপরাষ্ট্রপতি লি ইউয়ান চাওকে দেখা যাচ্ছে।
সম্প্রতি তৃণমূলের যুবরাজ ও সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির ED অফিসে উপস্থিত হয়েছিলেন। কয়লা কেলেঙ্কারি কাণ্ডে ED ডাকে ‘তদন্তে সহযোগিতা’ করতে নির্ধারিত সময়েই দিল্লি পৌঁছেছিলেন অভিষেক। দপ্তর থেকে বেরিয়েই তিনি বিজেপির উদ্দেশ্যে জ্বালাময়ী মন্তব্য ছুঁড়ে দেন। EDর তলবকে সাধারণ জিজ্ঞাসাবাদ নয়, রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি করেন সংবাদমাধ্যমের সামনে।
অন্যদিকে কলকাতার CID দপ্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাক পড়লে তিনি কিন্তু অনুপস্থিত ছিলেন, আর এখান থেকেই শুরু হয়েছে জল ঘোলা। দাবি করা হয়েছে বিজেপি তৃণমূলের বিষয়ে নানা রকম কেলেঙ্কারির কথা প্রচার করেছিল, কিন্তু তদন্তে উপস্থিত থেকে সেই দাবিকে নস্যাৎ করেছে তৃণমূল, বিজেপির দলীয় নেতার সেই সৎ সাহস নেই তাই শুভেন্দু CIDর মুখোমুখি হতে পারেনি। বর্তমানে অভিষেক বনাম শুভেন্দুর কার সৎ সাহস বেশি সেই তর্কের আবহে ভাইরাল হয়েছে চীনের উপরাষ্ট্রপতি মমতা ব্যানার্জীকে ভারতের সবথেকে সৎ রাজনীতিবিদ বলার খবরটি।
চীনের উপরাষ্ট্রপতি লি ইউয়ান চাওয়ের মমতা ব্যানার্জীকে ভারতের ভারতের সবথেকে সৎ রাজনীতিবিদ বলার ঘটনাটি কবেকার তা অনুসন্ধান করার সময় আমরা আনন্দবাজার পত্রিকা , zee ২৪ ঘন্টা, The Indian Express, ও The statesman এর ২০১৫ সালের প্রকাশিত রিপোর্ট পাই। প্রকাশিত রিপোর্ট অনুসারে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিউ টাউনের ইকো পার্কের গ্লাস হাউজে চীনের মন্ত্রী, প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন। এই সভায় উপস্থিত ছিলেন চীনের উপ-রাষ্ট্রপতি, বিদেশ, বাণিজ্য ও সামাজিক সুরক্ষা মন্ত্রকের উপমন্ত্রীরা। এছাড়াও তৎকালীন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র, পুর ও নগর উন্নয়নের মন্ত্রী ফিরহাদ হাকিম ও মেয়র শোভন চট্টোপাধ্যায়। এই সভার পর অমিত মিত্র জানান চীনের উপরাষ্ট্রপতি মমতা ব্যানার্জীকে ভারতের সবথেকে সৎ রাজনীতিবিদ বলে অভিহিত করেছেন।
চীনের প্রতিনিধিদের সাথে বৈঠকে কি বিষয়ের উপর আলোচনা হয়েছে তা জানা গেছে অর্থমন্ত্রীর মন্তব্যে। অমিত মিত্রের মতে বঙ্গের আর্থিক পরিকাঠামোগত উন্নয়ন ও অগ্রগতি, বাংলার লোক-সংস্কৃতিকে কেন্দ্র করে এই দিনের বৈঠকে আলোচনা হয়েছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন চীনের উপরাষ্ট্রপতি লি ইউয়ান চাও বাংলার উন্নয়নের প্রশংসা করেছেন এবং তারা বাংলায় শিল্পের উন্নয়নের জন্যেও আর্থিক লগ্নি করতে উৎসাহী।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল চীনের উপরাষ্ট্রপতির মমতা ব্যানার্জীকে ভারতের সবথেকে সৎ রাজনীতিবিদ বলার খবরটি ২০১৫ সালের, যা বর্তমানে আবারও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Tanujit Das
January 29, 2025
Tanujit Das
January 18, 2025
Tanujit Das
January 17, 2025
|