schema:text
| - Last Updated on May 26, 2021 by Team THIP
Quick Take
ভারতের টিভিতে মধ্য রাতের টেলিশপিং বিজ্ঞাপনে আইএসও প্লাস অয়েলের বিজ্ঞাপন দেখানো হয়, যেখানে বলা হয় এটি মুহুর্তের মধ্যে মেদ ঝরিয়ে দেবে। বিজ্ঞাপনে এও বলা হয় ত্বকে এটা লাগালে ধোঁয়া বেড়োবে যার মানে ফ্যাট বার্ণ হচ্ছে বা পুড়ছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি এই দাবীটি সম্পূর্ণ ভুল।.
দাবি
আইএসও প্লাস প্রোডাক্টটির ওয়েবসাইটে দাবী করা হয়েছে, এটি একটি ‘ইন্সটান্ট স্লিমিং অয়েল’ এবং ‘আয়ুর্বেদা স্লিমিং ম্যাসাজ অয়েল।’ প্রোডাক্টটি সম্পর্কে ওয়েবসাইটে বলা আছে – ‘আইএসও প্লাস বাস্তবিকপক্ষেই আপনার চোখের সামনে মেদ বা ফ্যাট পুড়িয়ে ফেলে – শুধুমাত্র ১০ মিনিটে। যখন আপনি আপনার পেট, বাহু বা ঊরু-তে আইএসও প্লাস মালিশ করেন, এর আয়ুর্বেদিক উপাদানগুলি সঙ্গে সঙ্গে ত্বকের ভেতর ঢুকতে শুরু করে যতক্ষণ না পর্যন্ত মেদ স্তরে পৌছায়। এর পরে এটি ত্বকের নিচে থাকা মেদ পোড়াতে শুরু করে। আইএসও প্লাস এর সবচেয়ে ভাল দিক হল এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং এটি সক্রিয়ভাবে মানুষের শরীরের ভেতরের প্রাকৃতিক মেদ পুড়িয়ে ফেলে।’
মধ্য রাতের টেলিশপিং বিজ্ঞাপনে এবং প্রোডাক্টির ওয়েবসাইটে থাকা ভিডিও-তে দেখানো হয়, ত্বকের ওপর তেলটি মালিশ করার ফলে ধোঁয়া বেরোচ্ছে যা সঞ্চালক এইভাবে ব্যাখ্যা করে – ‘আইএসও প্লাস এর মধ্যে আছে সঠিক অনুপাতে ঔষধি গাছড়ার মিশ্রণ যা শরীরের গভীরে ঢুকে যায় এবং সমস্ত জমে থাকা মেদ পুড়িয়ে ফেলে। আইএসও প্লাস দিয়ে ১০ মিনিট মালিশ করার পর আপনি আক্ষরিক অর্থেই ওই জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখবেন, সেটা হল মেদ যা এইমাত্র পুড়েছে।’
ওয়েবসাইটটির সংগৃহিত অংশ এখানে দেখতে পাওয়া যাবে এবং বিজ্ঞাপন ভিডিওটির একটি অংশ নিচে দেওয়া হলঃ
সত্যানুন্ধান
আইএসও প্লাস কি মেদ মুহুর্তের মধ্যে কমিয়ে ফেলতে পারে?
কোনরকম তেল মালিশ তৎক্ষণাৎ বা দীর্ঘকালীন ভিত্তিতে মেদ কমিয়ে ফেলতে পারে বলে কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই। ডাক্তাররাও শরীরের চর্বি বা মেদ মুহুর্তের মধ্যে কমিয়ে ফেলতে পারেন না।
আইএসও প্লাসের ওয়েবসাইট বা বিজ্ঞাপনে এরকম কোন বিশেষ আবিষ্কারের কথা বলা নেই। এখানে শুধুমাত্র বলা আছে, ‘প্রাকৃতিক ঔষধি ব্যবহার করে তৈরী করা হয়েছে’ এবং ‘প্রাকৃতিক আয়ুর্বেদিক ঔষধি একত্রিত করে তৈরী করা হয়েছে।’ আমরা সংস্থার সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিলাম আইএসও প্লাস তেল তৈরী করতে কোন বিশেষ আবিষ্কৃত কিছুর ব্যবহার করা হয়েছে কিনা কিন্তু সংস্থা তার উত্তর দিতে অস্বীকার করেছে।
তাছাড়া সংস্থা তাদের বিজ্ঞাপন বা প্রোডাক্টের পেজে কি উপাদান দিয়ে এটি তৈরী হয়েছে তার কোন উল্লেখ করেনি।
একাধিক ফেসবুক রিভিউতে ব্যাখ্যা করে বলা হয়েছে আইএসও প্লাস কোন উপকারে আসেনি।
অতয়েব, আইএসও প্লাসের কোন অত্যাশ্চর্য ক্ষমতার প্রমাণ আমরা পাইনি। আমরা বিশ্বাস করি না আইএসও প্লাস মুহুর্তের মধ্যে মেদ কমিয়ে ফেলতে পারে।
মেদ কমানোর উপায় হিসেবে আয়ুর্বেদে কি বলা আছে? এরকম কি কোন বিশেষ ভেষজ উপাদান আয়ুর্বেদে আছে যা আইএসও প্লাস -কে এই ক্ষমতা দিয়েছে?
আইএসও প্লাস যে দাবী করে সেরকম কোন উপাদানের কথা আয়ুর্বেদে আছে কিনা তা জানতে আমাদের ফ্যাক্ট চেকিং এর সহযোগী অমৃতা সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আয়ুরভেদা (ĀCĀRA) -র বিষেশজ্ঞদের সঙ্গে যোগাযোগ করি।
তারা বলেন, “এটা কখনোই সম্ভব নয়। সহায়ক চিকিৎসা হিসেবে শরীরের মেদ কমাতে ভেষজ গুঁড়ো দিয়ে উদ্ভার্তানাম বা শরীরের মালিশের কথা আয়ুর্বেদে বলা আছে। কিন্তু তা কখনোই নিরাময় নয়।
আয়ুর্বেদে বলা হয়েছে স্থুলতা একটি এমন সমস্যা যার নিরাময় কঠিন। এমনকি সেখানে এও লেখা আছে এটা সারার নয় – না হি স্থুলস্য ভেষজম। স্থুলতার কোন যাদুকরী ওষুধ নেই। বাইরে থেকে লাগানো বা খাওয়ার কোন ওষুধ নেই যা এই সমস্যার সমাধান করতে পারে। স্ট্রেস ম্যানেজমেন্ট, লাইফস্টাইল পরিবর্তন, এবং সঠিক ডায়েট এই সমস্যার সমাধানের উপায়। এক্ষেত্রে খাওয়ার বা বাহ্যিকভাবে প্রয়োগের জন্য যে ওষুধ দেওয়া হয়ে থাকে তা সবই সহায়ক চিকিৎসা। এই সম্পূর্ণ পদ্ধতি যদি কেউ মেনে চলেন তবে ভালো ফল পাওয়া সম্ভব। স্থুলতার চিকিৎসার জন্য স্বীকৃত পৃথক চিকিৎসা পদ্ধতি গ্রহনের প্রয়োজন।
This story was Fact-Checked in association with the experts of Amrita Centre for Advanced Research in Ayurveda (ĀCĀRA) under a partnership between THIP Media & ĀCĀRA to Fact Check Ayurveda-based myths and misinformation.
|