Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
৫ই অগাস্ট রাম মন্দিরের শিলান্যাস ভারতীয় হিন্দুদের কাছে বিশেষ স্মরণীয় দিন। দীর্ঘ বছর ধরে চলতে থাকা রাম মন্দির ও বাবরি মসজিদের বিবাদ মিটে যাওয়ার পর দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দিরের শিলান্যাসের দ্বারা মন্দিরের শুভ সূচনা হয়। এর আবহে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে ইংল্যান্ডের প্রধান মন্ত্রী বরিস জনসনকে একটি হিন্দু মূর্তি পুজো করতে দেখা যাচ্ছে। তার নাম দিয়ে তৈরী একটি টুইটার হ্যান্ডেল থেকে এই ছবিটি ভাইরাল হয়েছে।
ফেসবুকে শেয়ার হওয়া এই পোস্টের কিছু লিংক আমরা নিচে দিলাম।
বরিস জনসনের নামে যে টুইটার অ্যাকাউন্ট থেকে এই ছবিটি শেয়ার করা হয়েছে, সেই অ্যাকাউন্টটি ফেক ও ছবিটিও এখনকার নয়। ছবিটির রিভার্স ইমেজ সার্চ করার পর আমরা এই বিষয়ে নিশ্চত হই। রিভার্স ইমেজ সার্চের পর বরিস জনসনের আসলে টুইটার অ্যাকাউন্ট থেকে করা এটি টুইট পাই যেখানে এই ছবি দেওয়া হয়েছে তবে সালটি ২০১৯।
গুগলে আমরা কীওয়ার্ড দিয়ে সার্চ করার পর ২০১৯ সালে বরিস জনসনের নেয়াসদেন মন্দিরের যাওয়ার নিয়ে প্রকাশিত সমস্ত খবর পাই Live Mint, TOI, The Hindu ও Londonmandir.baps.org থেকে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে বরিস ও তার বান্ধবী কোরিই সিমন্ডস দুজনে মিলে লন্ডনের বিখ্যাত হিন্দু মন্দির স্বামীনারায়ণ মন্দিরের যান যা অবস্থিত উত্তর-পশ্চিম লন্ডনের নেয়াসদেনে অবস্থিত। এই মন্দিরে তিনি ও তার বান্ধবী দুজনে স্বামীনারায়ণের পুজো করেন। এখানে তিনি নরেন্দ্র মোদির নতুন ভারত তৈরীর করার সম্পর্কে বলেন যে ভারতের প্রধান মন্ত্রীর এই মহান উদ্যোগে সবসময় ইংল্যান্ডকে পাশে পাবে।
রাম মন্দিরের শিলান্যাসের পর যুক্তরাষ্ট্রের প্রধান মন্ত্রী বরিস জনসনের নিজের বাড়িতে রাম মূর্তি অভিষেকের যে ছবি ও দাবিটি ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ ভুল। বরিস জনসন লন্ডনের নেয়াসদেনের স্বামীনারায়ণ মন্দিরে স্বামীনারায়ণের মূর্তির পুজো করেছিলেন ২০১৯ সালে। যা এখন রাম মন্দিরের শিলান্যাসের আবহে সোশ্যাল মিডিয়াতে পুনরায় ভাইরাল হচ্ছে।
Live Mint : https://www.livemint.com/news/world/uk-pm-johnson-visits-hindu-temple-vows-to-partner-with-modi-to-build-new-india-11575807981193.html
Times of India : https://timesofindia.indiatimes.com/world/uk/boris-performs-puja-at-uk-temple-vows-to-partner-with-modi-to-build-new-india/articleshow/72430962.cms
The Hindu : https://www.thehindu.com/news/national/boris-johnson-visits-hindu-temple-vows-to-partner-with-narendra-modi-to-build-new-india/article30237955.ece
Boris Johnson official twitter account : https://twitter.com/BorisJohnson/status/1204796676365570050
Londonmandir.baps : https://londonmandir.baps.org/2019/12/prime-minister-boris-johnson-visits-neasden-temple/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Paromita Das
October 26, 2020
Paromita Das
September 30, 2020
Paromita Das
September 28, 2020