schema:text
| - বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাসহ নানা জায়গায় পানি বেড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে। চলমান এই বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় সরকারি হিসেবে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত প্রায় ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি প্রচার করা হচ্ছে, বন্যার কারণে সকল অপারেটর তাদের গ্রাহককে ফ্রি ৩০ জিবি ইন্টারনেট দিচ্ছে। এক্ষেত্রে মন্তব্য সেকশনে প্রদত্ত লিঙ্কে ক্লিক করতে নির্দেশ দেওয়া হয়।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বন্যার কারণে সকল অপারেটরের ৩০ জিবি ইন্টারনেট ফ্রি দেওয়ার ক্যাম্পেইন লিংকটি ভুয়া এবং এই পদ্ধতিতে ৩০ জিবি ফ্রি ইন্টারনেট পাওয়ার বিষয়টিও মিথ্যা এবং প্রতারণামূলক।
অনুসন্ধানে দাবিকৃত পোস্টের মন্তব্য সেকশনে প্রদত্ত লিঙ্ক পর্যবেক্ষণ করলে দেখা যায় এটি বাংলাদেশি কোনো মোবাইল অপারেটর কিংবা তার সাথে সম্পৃক্ত কোনো প্রতিষ্ঠান বা সংস্থার ওয়েবসাইট নয়।
ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলে এটি একটি সার্ভেতে অংশগ্রহণ করতে নির্দেশ দেয় যেখানে বয়স, লিঙ্গ, পরিবারের সদস্য ইত্যাদি তথ্য জানতে চাওয়া হয়। একইসাথে বলা হয় প্রতি মাসে দশজন বাংলাদেশে বসবাসকারী ব্যক্তি উক্ত সার্ভে পূরণ করে ভিডিও গেমিং কনসোল প্লেস্টেশন ফাইভ জিততে পারেন। কোথাও ৩০ জিবি ইন্টারনেটের কোনো কথা উল্লেখ করা হয়নি।
অতঃপর, বেশ কয়েকটি বক্স থেকে সর্বোচ্চ তিনটি বক্স নির্বাচন করতে বলা হয় এবং ২ টি ধাপ অতিক্রম করেই প্লেস্টেশন ফাইভ জিতে নিতে বলা হয়। কিন্তু, উক্ত দুইটি ধাপের প্রথম ধাপে Babu88 নামের একটি জুয়ার সাইটে অ্যাকাউন্ট খুলতে বলা হয়। পুরো ধাপে কোথাও ৩০ জিবি ডাটা বা ইন্টারনেট ফ্রিতে দেওয়ার বা পাওয়ার কোনো উল্লেখ করা হয়নি। বরং জুয়ার সাইটে অ্যাকাউন্ট খুলে ভিডিও গেমিং কনসোল প্লেস্টেশন ফাইভ জিতে নেওয়ার লোভ দেখানো হয়।
অতঃপর, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অনুসন্ধান করলে জানা যায়, কিছু মোবাইল অপারেটর শর্তসাপেক্ষে সীমিত মেয়াদের সীমিত টকটাইম ও ইন্টারনেট ফ্রিতে দিয়েছে। যেমন: নির্দিষ্ট কিছু এলাকায় তিন দিন মেয়াদের ১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রি দিয়েছে গ্রামীণফোন।
তাছাড়া, শর্তসাপেক্ষে বন্যা দুর্গত নির্দিষ্ট কিছু এলাকায় একই পরিমাণ টকটাইম ও ইন্টারনেট ফ্রি দিয়েছে বাংলালিংক। এছাড়া, শর্তসাপেক্ষে রবি দিচ্ছে ২০ মিনিট টকটাইম ও ২৫০ এমবি ফ্রি। তবে কোনো অপারেটরই ৩০ জিবি ডাটা ফ্রি দেওয়ার সপক্ষে কোনো বিশ্বস্ত তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
অর্থাৎ, বন্যার কারণে সকল অপারেটর তাদের গ্রাহকদের ৩০ জিবি ইন্টারনেট ডাটা ফ্রি’তে দিচ্ছে শীর্ষক দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে সংযুক্ত ওয়েবসাইট লিঙ্কটিও ভুয়া।
তথ্যসূত্র
- Grameenphone – Facebook Post
- Banglalink – Facebook Post
- Robi – Facebook Post
- Rumor Scanner’s own analysis
|