schema:text
| - সম্প্রতি ‘ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সবখানে জামায়াতের অবদান রয়েছে, আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন’ শীর্ষক মন্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান করেছেন দাবিতে জাতীয় দৈনিক প্রথম আলোর লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর অবদান থাকার বিষয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান “ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সবখানে জামায়াতের অবদান রয়েছে, আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন” শীর্ষক কোনো মন্তব্য করেননি এবং প্রথম আলোও উক্ত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, প্রথম আলোর ফটোকার্ডের আদলে তৈরি ভুয়া ফটোকার্ডের মাধ্যমে এ ধরনের ভুয়া দাবি প্রচার করা হচ্ছে।
আলোচিত দাবিতে প্রচারিত প্রথম আলোর ডিজাইন সম্বলিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে, ফটোকার্ডটি প্রকাশের তারিখ গত ১৫ ডিসেম্বর লক্ষ্য করা যায়। এছাড়াও, আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সাথেও প্রথম আলোর প্রচলিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের ভিন্নতা দেখা যায়। মূলত, প্রথম আলোর ফটোকার্ডের আদলে লোগো ও নাম ব্যবহার করে উক্ত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
বিষয়টি যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে প্রথম আলো’র ভেরিফাইড ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে উক্ত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজ যাচাই করেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি৷
বিষয়টির অধিকতর সত্যতা যাচাইয়ের লক্ষ্যে দৈনিক প্রথম আলো’র অনলাইন বিভাগের প্রধান শাখাওয়াত হোসাইন মাসুম’র সাথে কথা হয় রিউমর স্ক্যানার টিমের। তিনি রিউমর স্ক্যানারকে জানান, এই ফটোকার্ডটি ভুয়া।
গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি৷
তবে অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে দলটির সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সমজাতীয় একটি মন্তব্য খুঁজে পাওয়া যায়। তিনি বলেন, ‘দেশ গঠন, স্বাধীনতা, ভাষা, গণঅভ্যুত্থান, স্বৈরাচারবিরোধী, ফ্যাসিবাদবিরোধী যত আন্দোলন হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সঠিক ইতিহাস ধরে রাখার, আন্দোলনকে সঠিক ধারায় প্রবাহিত করার জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে।’
সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে “ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সবখানে জামায়াতের অবদান রয়েছে, আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন” শীর্ষক প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Prothom Alo – Facebook
- Prothom Alo – Website
- Prothom Alo – Youtube
- Bangla Tribune – স্বাধীনতা, ভাষা আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা রেখেছে জামায়াত
- Statement from Shakhawat Hossain Masum
|