ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ০৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর গত ০৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ঝাড়ু মিছিলের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “২৬/১১/২০২৪ ডক্টর ইউনূস সহ বাকি উপদেষ্টা দের পদত্যগের দাবিতে জুতা ও ঝাড়ু মিছিল করেছে সাধারণত জনগণ”।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি ২ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ১৩ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে লাইক দেওয়া হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ডক্টর ইউনূস সহ বাকি উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে হওয়া ঝাড়ু মিছিলের দৃশ্যের নয় বরং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ফাঁসির দাবিতে সোমবার (২৫ নভেম্বর) ঢাকার নবাবগঞ্জে বিক্ষুব্ধ জনতার ঝাড়ু মিছিলের দৃশ্যের। তাছাড়া, ড. ইউনূসসহ বাকী উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে সম্প্রতি কোনো ঝাড়ু মিছিল হওয়ার সংবাদ পাওয়া যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে দেশ টিভির ফেসবুক পেজে গত ২৫ নভেম্বরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। “সালমান এফ রহমানের শাস্তির দাবিতে নবাবগঞ্জে ঝাড়ু মিছিল” ক্যাপশনে প্রচারিত উক্ত ভিডিওটির সাথে প্রচারিত ভিডিওটির হুবহু সাদৃশ্য পাওয়া যায়।
এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ওয়েবসাইটে “সালমান এফ রহমানের শাস্তির দাবিতে ঢাকার নবাবগঞ্জে ঝাড়ু মিছিল” শিরোনামে গত ২৫ নভেম্বরে প্রচারিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। সংবাদটি থেকে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার নবাবগঞ্জে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। নবাবগঞ্জ থানার একটি বিস্ফোরক মামলায় ৪ দিনের রিমান্ড শেষে সোমবার (২৫ নভেম্বর) তাকে কঠোর গোপনীয়তায় ঢাকার আদালতে নেয় পুলিশ। রিমান্ড ও আদালতে নেয়ার খবর ছড়িয়ে পড়লে বেলা এগারটার দিকে বিক্ষুব্ধ জনতা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। পাশাপাশি, সংবাদটিতে উক্ত ঝাড়ু মিছিলের একটি দৃশ্য সংযুক্ত করা হয় যার সাথে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়।
এছাড়াও, মূলধারার সংবাদমাধ্যম যুগান্তরসহ একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়।
পাশাপাশি, ড. ইউনূসসহ বাকী উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিলের বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সাম্প্রতিক সময়ে এরকম কোনো মিছিলের প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, সালমান এফ রহমানের ফাঁসির দাবিতে সোমবার (২৫ নভেম্বর) ঢাকার নবাবগঞ্জে বিক্ষুব্ধ জনতার ঝাড়ু মিছিলের দৃশ্যকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ঝাড়ু মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Desh TV – সালমান এফ রহমানের শাস্তির দাবিতে নবাবগঞ্জে ঝাড়ু মিছিল
- Jamuna TV – সালমান এফ রহমানের শাস্তির দাবিতে ঢাকার নবাবগঞ্জে ঝাড়ু মিছিল
- Jugantor – নবাবগঞ্জে সালমান এফ রহমানের ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল
- Rumor Scanner’s own analysis