সম্প্রতি, ঢালিউড অভিনেতা শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা দেখতে ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী কোয়েল মল্লিক ঢাকা এসেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ১০ লক্ষ ৫০ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং ৭২ হাজারের বেশি অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ২৭ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে এবং ৬৫ হাজারের বেশি অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা দেখতে কোয়েল মল্লিক ঢাকা আসেননি বরং ভিন্ন ঘটনায় কোয়েল মল্লিকের করা মন্তব্যের ভিডিও ব্যবহার করে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচিত ভিডিওর শুরুর অংশে কোয়েল মল্লিকের একটি ইন্টারভিউয়ের ভিডিও দেখানো হয়। এরপর ভিডিওর বাকি অংশে তুফান সিনেমার কিছু ফুটেজ ব্যবহার করে কোয়েল মল্লিক সম্পর্কে কিছু তথ্য দেন একজন উপস্থাপক। তবে ভিডিওতে তিনি কোনো তথ্যসূত্র উল্লেখ করেননি।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে Tinsel Talks Tollywood নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১০ জুন প্রকাশিত কোয়েল মল্লিকের ইন্টারভিউয়ের একটি ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, ভিডিওর একটির অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে। উক্ত ভিডিওতে মূলত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি অভিনীত ৫০তম সিনেমা ‘অযোগ্য’ এর প্রিমিয়ারে এসে কোয়েল মল্লিক নিজের অভিব্যক্তি প্রকাশ করেন। পুরো ভিডিওজুড়ে কোয়েল মল্লিক কোথাও শাকিব খান বা তার তুফান সিনেমা সম্পর্কে কোনো মন্তব্য করেননি। এছাড়াও, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোয়েল মল্লিক ভবিষ্যতে নিজের অভিনীত ৫০তম সিনেমা সম্পর্কে কথা বলেন।
এছাড়াও, ভারতীয় কিংবা বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমে এই সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
মূলত, গত ১০ জুন ভারতীয় বাংলা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি অভিনীত ৫০তম সিনেমা ‘অযোগ্য’ এর প্রিমিয়ারে এসে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন ভারতীয় বাংলা অভিনেত্রী কোয়েল মল্লিক। সম্প্রতি তার সেই অভিব্যক্তি প্রকাশের ভিডিওর একটি অংশ ব্যবহার করে তার সাথে তুফান সিনেমার কিছু দৃশ্য যুক্ত করে তিনি শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা দেখতে কোয়েল মল্লিক ঢাকা এসেছেন দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, ঢালিউড অভিনেতা শাকিব খান অভিনীত তুফান সিনেমা দেখতে ঢাকা এসেছেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Tinsel Talks Tollywood: জুটি হিসেবে ৫০তম ছবি করার জন্য কাকে বাছলেন কোয়েল?|Koyel Mallick
- Rumor Scanner’s Own Research