Authors
Claim: লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ন্ত্রণে সব প্রচেষ্টা ব্যর্থ হলে আজান পাঠ শুরু করে সাধারণ মানুষ।
Fact: ভাইরাল ভিডিয়োটি পাকিস্তানের এবং তার সঙ্গে লস অ্য়াঞ্জেলসে দাবানলের কোনও যোগ নেই।
আমেরিকার লস অ্য়াঞ্জেলসে বিধ্বংসী দাবানলের আবহে সোশ্য়াল মিডিয়ায় ঘুরছে একটি আজানের ভিডিয়ো। যা ফেসবুকে পোস্ট করে অনেকেই লিখেছেন, “দাবানল নিয়ন্ত্রণে সব প্রচেষ্টা ব্যর্থ: লস অ্যাঞ্জেলেসে এবার দেওয়া হচ্ছে আযান…”। (পোস্টের বানান পরিবর্তন করা হয়নি)
Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োর রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২২ সালের ২ জুন, Real Facts নামের একটি ইউটিউব চ্য়ানেলে একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। ওই ভিডিয়োতে দেওয়া বর্ণনা থেকে জানা যায় যে, তৎকালীন সময়ে পাকিস্তানের করাচি শহরের জেল চৌরঙ্গী এলাকার একটি বহুতল বিশিষ্ট ডিপার্টমেন্টাল স্টোরে আগুন লেগেছিল।
এছাড়া, Unewstv ও Times of India সংবাদমাধ্য়মেও একই ছবি ও ভিডিয়ো-সহ খবরটি প্রকাশিত হয়েছিল। সেখান থেকে জানা গিয়েছে যে, আগুন নেভাতে ওই বহুতলের সামনে দাঁড়িয়ে আজান পাঠ করেছিলেন একদল আতঙ্কিত মানুষ।
পাক সংবাদমাধ্য়ম Dawn সূত্রে খবর, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এক জনের মৃত্য়ু হয়েছিল, ৩ জনকে অচৈতন্য় অবস্থায় উদ্ধার করা হয়েছিল।
Conclusion
অতএব, এখন এটা প্রমাণিত যে ভাইরাল ভিডিয়োটি পাকিস্তানের এবং তার সঙ্গে লস অ্য়াঞ্জেলসে দাবানলের কোনও যোগ নেই।
Result: False
Sources
Report by Unewstv
Report by Times of India
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।