schema:text
| - “আগ্নেয়াস্ত্র হাতে শাবিপ্রবি শিবির ক্যাডার শিশির” শীর্ষক দাবিতে এক ব্যক্তির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শোয়াইব চৌধুরীর (শিশির) অস্ত্র ব্যবহারের নয় বরং জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শাবিপ্রবির শাহপরান হলে সাধারণ শিক্ষার্থী কর্তৃক ছাত্রলীগের রুমে তল্লাশির সময় উদ্ধারকৃত অস্ত্র প্রদর্শনের ছবি উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক খবরের কাগজের ফেসবুক পেজে গত ১৭ জুলাই “শাবিতে হলে তল্লাশি করছে আন্দোলনরত শিক্ষার্থীরা” শীর্ষক শিরোনামে সরাসরি সম্প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওতে থাকা দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির ব্যক্তির পরনের কাপড়, পেছনের দেয়াল এবং পারিপার্শ্বিক অবস্থার সাদৃশ্য পাওয়া যায়।
Screenshot: Youtube
ভিডিও থেকে জানা যায়, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে ছাত্রলীগ নেতাকর্মীদের রুমে আন্দোলনকারীরা তল্লাশি চালায়। এক পর্যায়ে তারা হলের ৪২৩ বং রুম থেকে একটি রিবলবার উদ্ধার করে।
একই ঘটনায় দেশিয় বেসরকারি ইলেক্ট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশিনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনেও একই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকেও ছবির ব্যক্তি সম্পর্কে একই তথ্য জানা যায়।
এছাড়া, জাতীয় দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে গত ১৭ জুলাই “ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের সাথে সংযুক্ত ছবিতে একই ব্যক্তিকে লক্ষ্য করা যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল দখলে নেয়। এ সময় ছাত্রলীগ অবস্থান করে এমন আবাসিক হলে বেশ কিছু কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, চাকু, পিস্তল, রিভালভার ও মদের বোতল উদ্ধার করেন তারা।
অনুসন্ধানে Abdullah Ibrahim Talha নামক এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে গত ১৭ জুলাই একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে তিনি দাবি করেন, আলোচিত দাবির ছবিতে থাকা ব্যক্তিটি তার খালাতো ভাই শুয়াইব (শিশির)।
তিনি লিখেন, “গত দুইদিনের কোটা সংস্কার আন্দোলনের একটি পোস্ট ভাইরাল হয়েছে। সে শাহপরান হল থেকে প্রভোস্টের নির্দেশে ছাত্রলীগের রুমে তল্লাশি চালিয়ে কিছু অস্ত্র উদ্ধার করে। মিডিয়াতে এই ব্যাপারে নিউজ আছে।
কিন্তু কিছু অমানুষ এই ভিডিও ক্লিপ থেকে সস নিয়ে খারাপ উদ্দেশ্যে মিথ্যা নিউজ ছড়াচ্ছে। ছাত্রলীগের রুমে তল্লাশি করে জমা দেওয়ার সময় ছবি তোলা হয়েছে ,দয়া কেউ বিভ্রান্ত হবেন না।”
এছাড়া, শোয়াইব চৌধুরীর (শিশির) গত ৩০ অক্টোবর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে
এক পোস্টে তাকে নিয়ে ভাইরাল দাবিটি মিথ্যা ও বানোয়াট বলে জানান।
সুতরাং, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে শাবিপ্রবির শাহপরাণ হলে ছাত্রলীগের রুমে আন্দোলনকারীদের তল্লাশিতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের ছবি শিবির সদস্যের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Khabarer Kagoj – শাবিতে হলে তল্লাশি করছে আন্দোলনরত শিক্ষার্থীরা
- Jamuna Tv – শাবিপ্রবির হলে শিক্ষার্থীদের অভিযান
- Daily Ittefaq – ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
- Abdullah Ibrahim Talha – Facebook Post
- Shuaib Choudhury – Facebook Post
|