সম্প্রতি “বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করবেই জাতিসংঘ জাতিসংঘে শেখ হাসিনার বিচার শুরু” শীর্ষক থাম্বনেইল এবং শিরোনামে একটি ভিডিও ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে প্রচার করা হয়েছে।
ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন ভিডিও (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু শীর্ষক কোনো ঘটনা ঘটেনি বরং অধিক ভিউ পাওয়ার আশায় ভিন্ন ভিন্ন ঘটনার একাধিক ভিডিও যুক্ত করে কোনরূপ তথ্যসূত্র ছাড়াই চটকদার থাম্বনেইল এবং ক্যাপশন ব্যবহার করে ভিত্তিহীনভাবে উক্ত তথ্যটি প্রচার করা হচ্ছে।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানে পাওয়া যায় ‘Al Minar’ নামক একটি ইউটিউব চ্যানেলে “ব্রেকিং নিউজ। বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন করবেই জাতিসংঘ। জাতিসংঘে শেখ হাসিনার বিচার শুরু। bdnews।” শীর্ষক শিরোনামে ভিডিওটি পাওয়া যায়।
পরবর্তীতে উক্ত ভিডিওটির মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
তথ্যযাচাই
অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটি কয়েকটি ভিন্ন ঘটনার ভিডিও প্রযুক্তির সাহায্যে যুক্ত করে তৈরি করা হয়েছে। ভিডিওটির ক্যাপশন এবং থাম্বনেইলে উক্ত তথ্য প্রদান করা হলেও ভিডিওটির বিস্তারিত অংশে উক্ত তথ্যের ব্যাপারে কোনো কথাই উল্লেখ নেই।
১৩ মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওটির শুরুতে কয়েকটি ভিন্ন ঘটনার ভিডিওর খণ্ডিত অংশ দেখানো হয়। পরবর্তীতে আলোচিত ভিডিওটিতে চ্যানেলটির উপস্থাপক আলোচিত ভিডিওটির উদ্দেশ্যে দুইটি ভিডিও দেখান।
ভিডিওটি দেখানোর পূর্বে চ্যানেলটির উপস্থাপক বলেন, বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাক ও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যাপক চ্যালেঞ্জ গ্রহন করেছে আমেরিকা ও জাতিসংঘ এবং এই চ্যালেঞ্জের সামনে যদি কোনো দেশ বা ব্যক্তি বাঁধা দেওয়ার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে স্যাংশন অটোমেটিক্যালি ভারতের নরেন্দ্র মোদিকেও স্যাংশন দেওয়া হয়েছে…। ‘
প্রথম ভিডিও যাচাই
অনুসন্ধানে ভিডিওটিতে থাকা Voice Bangla এর লোগো ধরে কিওয়ার্চ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে গত ১৭ সেপ্টেম্বর ‘Voice Bangla’ নামক একটি ইউটিউব চ্যানেলে “এক দফা দাবিতে ১৫ দিনের কর্মসূচি নিচ্ছে বিএনপি ও সমমানারাঅনিশ্চিত নির্বাচনের পথে দেশ! Voice Bangla” শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে ভয়েজ বাংলার প্রতিষ্ঠাতা মোস্তফা ফিরোজ কে দেখা যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওটিতে সাংবাদিক মোস্তফা ফিরোজ এর কথার সূত্র ধরে গত ১৭ সেপ্টেম্বর জাতীয় দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে ” ‘এক দফা’ দাবিতে এবার ১৫ দিনের কর্মসূচি নিয়ে আসছে বিএনপি” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়,’সরকার হটানোর ‘এক দফা’ দাবিতে ১৫ দিনের গুচ্ছ কর্মসূচি নিয়ে আসছে বিএনপি। এই গুচ্ছ কর্মসূচিতে যেমন নানামাত্রিক সমাবেশ থাকবে, তেমনি একাধিক রোডমার্চের কর্মসূচিও থাকবে। ১৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে।’
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় ভিডিওটিতে উক্ত প্রতিবেদনটি হুবহু পাঠ করেন সাংবাদিক মোস্তফা ফিরোজ।
তবে উক্ত ভিডিওতে সাংবাদিক মোস্তফা ফিরোজ এর বলা বক্তব্য এবং প্রতিবেদনে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি যা আলোচিত ভিডিওর থাম্বনেইল এবং শিরোনামে থাকা তথ্যের সাথে প্রাসঙ্গিক।
অনুরূপভাবে দ্বিতীয় ভিডিওটির শুরুতে আলোচিত ভিডিওটির উপস্থাপকের বলা দ্বিতীয় ভিডিওটির চ্যানেলটির উপস্থাপকের নামের সূত্র ধরে গত ১৬ সেপ্টেম্বর ‘NAYEEM ELLI2’ নামের ইউটিউব চ্যানেলে “প্রঃমন্ত্রীকে নিয়ে আমেরিকার একি খেলা শুরু।। শনি পিছু ছাড়ছে না” শীর্ষক শিরোনামে প্রকাশিত দ্বিতীয় ভিডিওটির মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটিতে থাকা ভিডিওটির উপস্থাপকের কথার সূত্র ধরে গত ১৬ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে “বাংলাদেশ ভিন্নমত দমনের মাত্রা বাড়ার শঙ্কা তৈরি হয়েছে : নিউইয়র্ক টাইমস” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ভিডিওটির উপস্থাপক প্রতিবেদনে থাকা তথ্যগুলো হুবহু পাঠ করে।
তবে উক্ত প্রতিবেদনে থাকা তথ্যের সাথে আলোচিত ভিডিওর থাম্বনেইল এবং শিরোনামে থাকা তথ্যের কোনো প্রকার প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যায়নি।
মূলত,’Al Minar’ নামক একটি ইউটিউব চ্যানেলে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু শীর্ষক দাবিতে ভিডিও প্রচার করা হয়। তবে অনুসন্ধানে জানা যায় অধিকতর ভিউ পাবার আশায় চটকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়। পাশাপাশি দেশের নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম সূত্রেও এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু শীর্ষক দাবিতে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Voice Bangla : এক দফা দাবিতে ১৫ দিনের কর্মসূচি নিচ্ছে বিএনপি ও সমমানারাঅনিশ্চিত নির্বাচনের পথে দেশ! Voice Bangla
- Prothom Alo : ‘এক দফা’ দাবিতে এবার ১৫ দিনের কর্মসূচি নিয়ে আসছে বিএনপি
- NAYEEM ELLI2 : প্রঃমন্ত্রীকে নিয়ে আমেরিকার একি খেলা শুরু।। শনি পিছু ছাড়ছে না
- Jugantor : বাংলাদেশ ভিন্নমত দমনের মাত্রা বাড়ার শঙ্কা তৈরি হয়েছে : নিউইয়র্ক টাইমস