About: http://data.cimple.eu/claim-review/766fb1e2a3826aec462552d249acb53a46cbbf4a541b39abc7c84376     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact Check Fact Check: মমতা ব্যানার্জীর পুজো দেওয়ার দিন পুরীর মন্দির বন্ধ ছিল? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বিভ্রান্তিকর দাবি Claim: মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার দিনেই মন্দির বন্ধ রাখা হবে, মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে Fact: দাবিটি বিভ্রান্তিকর, বঙ্গের মুখ্যমন্ত্রী পুরীর মন্দিরে পুজো দিয়েছেন, মন্দিরের চূড়ার জন্য দান করেন নতুন ধ্বজা ফেসবুকে ভাইরাল দাবি বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পুজো দেওয়ার দিন পুরীর মন্দির বন্ধ ছিল। কিছুদিন আগে ভুবনেশ্বরের সফরে যান মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বঙ্গবাসীর জন্য সস্তায় থাকা-খাওয়ার সুবিধার জন্য সরকারি হোটেল ‘বাংলা নিবাস’ খোলার ইচ্ছা প্রকাশ করেন এবং সেই জন্য জমির পর্যবেক্ষণও করেন। এই দিন পুরীর মন্দিরেরও যান তিনি। তার এই সফরকে কেন্দ্র করে দাবি করা হয়েছে যেদিন তিনি জগন্নাথের পুজো দিতে যান ঠিক সেই দিনেই মন্দির ৫তা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ ছিল। মুখ্যমন্ত্রী পুজো দেওয়া নিয়ে ঘনায় আশঙ্কার মেঘ। একই দাবি ফেসবুকে শেয়ার করেছেন দিলীপ ঘোষ। দাবি করেছেন মুখ্যমন্ত্রী জেনেবুঝে মন্দির বন্ধ থাকার দিন পুজোর জন্য যান। মুসলিম তোষণ করতে করতে তিনি হিন্দু রীতিনীতি ভুলে গিয়েছেন। সংবাদ প্রতিদিন থেকেও একই খবর বেরিয়েছে। মুখ্যমন্ত্রীর জগন্নাথ দেবের পুজোর দিনেই বন্ধ রাখা হবে মন্দিরের দরজা। Fact check / Verification মমতা ব্যানার্জীর পুজো দেওয়ার দিন পুরীর মন্দির বন্ধ ছিল ফেসবুকে ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর। ভুবনেশ্বর সফরে যাওয়ার পর জগন্নাথ দেবের পুজো দেন মুখ্যমন্ত্রী, সাথে ছিলেন ওনার বাড়িতে নিত্য পুজোর পুরোহিত ও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসও। ফেসবুকে মুখ্যমন্ত্রীর মন্দির পরিদর্শন ও পুজো দেওয়ার ছবি পাওয়া যাবে। মন্দির থেকে বেরিয়ে তিনি জানান, আজ জগন্নাথের কাছে পুজো দিতে পেরে তিনি খুব খুশি। মন্দিরের চূড়ার জন্য নতুন ধ্বজাও এনেছেন, সেটি টাঙানো হয়েছে। মন্দিরের দেশবাসীর শান্তির উদ্দেশ্যে মা-মাটি-মানুষ গোত্রে তিনি জগন্নাথের চরণে পুজো অর্পণ করেছেন। গায়ে জগন্নাথদেবের ধ্বজা জড়ানো, মাথায় তিলক ও হাতে জগন্নাথ দেবের মূর্তি সমেত মুখ্যমন্ত্রীর ছবি সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকেও পোস্ট করা হয়েছে। নিউজ ১৮ বাংলার ২২শে মার্চের রিপোর্ট অনুসারে, মমতা জানিয়েছেন বাংলা ও ওড়িশার সম্পর্ক অনেক গভীর। প্রতি বছর বাংলা থেকে বহু মানুষ আসেন পুরীতে ঘুরতে, মন্দিরে পুজো দিতে। অন্ত ইচ্ছা দিল্লীর মতো ওড়িশাতেও বঙ্গভবনের মতো একটি সরকারি হোটেল হবে, যেখানে বাংলার মানুষ কম খরচে থাকা খাওয়ার সুবিধা পাবে। সেই অমরে তিনি জমিও পর্যবেক্ষণে যাবেন এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সাথে কথাও বলেন কত পরিমান জমি পাওয়া যেতে পারে এই পরিকল্পনার জন্য। Kalinga TV ইউটুউবে চ্যানেলের গতকালের ভিডিওতে দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মন্দিরে প্রবেশ করে মহাপ্রভুর কাছে পুজো দেন এবং পরে লক্ষ্মী, বিমলা দেবীর পাশাপাশি আরো অন্যান্য দেবদেবীর দর্শনকে আশীর্বাদ প্রার্থনা করেন। মন্দিরের পুরোনো ধ্বজা মমতা ব্যানার্জীকে পোড়ানো হয় এবং ওনার দান করা নতুন ধ্বজা চূড়ায় পোড়ানো হয়। এই দৃশ্য ওনার কাছে অভূতপূর্ব লেগেছে। Conclusion আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল মমতা ব্যানার্জীর পুজো দেওয়ার দিন পুরীর মন্দির বন্ধ ছিল দাবিটি বিভ্রান্তিকর। মুখ্যমন্ত্রী মন্দিরে পুজো দেন এবং ওড়িশায় বঙ্গভবনের ধাঁচে সরকারি হোটেল তৈরির জন্য জমির পর্যবেক্ষণ করেন। Result: Partly False Our Sources Mamata Banerjee’s Facebook post on 22 March 2023 AITC tweet post on 22 March 2023 News18 Bnagla’s report of 23 March 2023 Kalinga TV YouTube Video সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software