schema:text
| - পাকিস্তানে চলছে পাকিস্তান বনাম ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ। গত ১১ অক্টোবর পাকিস্তানের মুলতানে পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যকার তিন টেস্ট সিরিজের প্রথমটিতে ইংল্যান্ড এক ইনিংস এবং ৪৭ রানে জয়লাভ করে। উক্ত ম্যাচে পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম প্রথম ইনিংসে ৭১ বলে ৩০ রান এবং ২য় ইনিংসে ১৫ বলে ৫ রান করেন। এরই প্রেক্ষিতে, পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম আউট হওয়ার সময় বায়ু নির্গমন করেছেন দাবিতে একটি হটস্পটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বায়ু নির্গমনের হটস্পটের ছবিটি বাবর আজমের নয় বরং এটি ২০১০ সালে নটিংহামে অনুষ্ঠিত ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ম্যাচের একটি হটস্পট ছবির বিকৃত সংস্করণ। সেদিন হটস্পটে জেমস অ্যান্ডারসন কর্তৃক আজহার আলীকে আউট করার দৃশ্য দেখানো হয়েছিল, যা পরবর্তীতে বিকৃত করে বিভিন্ন সময় সাকার্জম হিসেবে সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে এবং বর্তমানে বাবর আজমের নাম জুড়ে প্রচার করা হচ্ছে।
ছবিটির বিষয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘LOL page of India and Pakistan’ নামের হাস্যরসাত্মক একটি ফেসবুক পেজে ২০১২ সালে একই ছবি পাওয়া যায়।
একই পদ্ধতিতে, Memedroid নামক একটি হাস্যরসাত্মক ওয়েবসাইটে Thelastavanger নামক অ্যাকাউন্ট কর্তৃক ২০১৩ সালের ১২ মার্চ প্রকাশিত একটি ছবি পাওয়া যায়।
এছাড়া যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম Daily Mail এর ওয়েবসাইটে ২০১০ সালের ৩০ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবির বায়ু নির্গমনের দৃশ্য ব্যতীত বাকি অংশের হুবহু সাদৃশ্য পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, এটি ২০১০ সালের জুলাই-আগস্ট মাসে নটিংহামে ইংল্যান্ড বনাম পাকিস্তান টেস্ট ম্যাচের ছবি।
উক্ত প্রতিবেদনের সূত্রে ইএসপিএন ক্রিকইনফোর ওয়েবসাইটে ওই ম্যাচের কমেন্ট্রি থেকে জানা যায়, পাকিস্তানের প্রথম ইনিংসে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের করা বল প্রতিরোধ করতে গিয়ে উইকেটরক্ষক ম্যাট প্রায়রের হাতে ক্যাচ তুলে দেন। ইংল্যান্ড দল আউটের আবেদন করলেও, তাদের মধ্যে আস্থা ছিল না। আম্পায়ার আউটের সংকেত দিলে আলির কাছে রিভিউ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু তিনি সেই সুযোগ গ্রহণ করেননি। তবে রিপ্লেতে দেখা যায়, বলটি ব্যাটে নয়, বরং তার পকেটে লেগেছিল। রিভিউ নিলে হয়তো আউটের সিদ্ধান্ত বদলে যেত।
অর্থাৎ, একই হটস্পটের দৃশ্য ২০১০ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান।
অন্যদিকে, পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম টেস্ট ক্রিকেটে ২০১৬ সালে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৫ সালে এবং টি২০ ক্রিকেট ফরম্যাটে ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন। অপরদিকে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের প্রায় তিন বছর আগে থেকেই এই দৃশ্য ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।
সুতরাং, পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম আউট হওয়ার সময় বায়ু নির্গমন করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটি সম্পাদিত বা এডিটেড।
তথ্যসূত্র
- Memedroid – Website
- Daily Mail – Quick win in sight as Anderson puts naive Pakistan to the sword
- Espncricinfo – Website
- Espncricinfo – Website
- Espncricinfo – Website
|