schema:text
| - সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা ও নুসরাত তাবাসসুমের দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি গলির একপাশে উমামা ফাতেমা ও অন্যপাশে নুসরাত তাবাসসুম দাঁড়িয়ে আছেন।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উমামা ফাতেমা ও নুসরাত তাবাসসুমের এই ছবিটি আসল নয় বরং, ইন্টারনেট থেকে একটি ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে বাম পাশের মেয়ের স্থলে উমামা ফাতেমার ছবি এবং ডান পাশের মেয়েটির মুখমণ্ডলে প্রযুক্তির সাহায্যে নুসরাত তাবাসসুমের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে উমামা ফাতেমার ফেসবুক অ্যাকাউন্ট ও নুসরাত তাবাসসুমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে কথিত ছবিটি খুঁজে পাওয়া যায়নি।
তবে, উমামা ফাতেমার ফেসবুক অ্যাকাউন্টে গত ০৪ অক্টোবর প্রকাশিত একটি ছবির সাথে তার ছবিটির মিল খুঁজে পাওয়া যায়। কিন্তু নুসরাত তাবাসসুমের ছবিটির বিষয়ে অনসন্ধানে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ‘Onno Swar’ নামক ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ০৯ অক্টোবর ‘Daulatdia, the Largest Brothel of Bangladesh’ শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটিতে থাম্বনেইল হিসেবে থাকা একটি ছবি খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে প্রকৃতপক্ষে উমামা ফাতেমা ও নুসরাত তাবাসসুম ছিলেন না।
সুতরাং, উমামা ফাতেমা ও নুসরাত তাবাসসুমের একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।
তথ্যসূ্ত্র
- Umama Fatema: Facebook Account
- Nusrat Tabassum: Facebook Account
- Umama Fatema: Facebook Post
- Onno Swar: Daulatdia, the Largest Brothel of Bangladesh
- Rumor Scanner’s Own Analysis
|