schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: নাচের মঞ্চে নামাজ পড়ায় অবাক হলো বিচারকরা
Fact: ভিডিওটি সম্পাদিত, আসল ভিডিওতে নামাজ পড়ার কোনো দৃশ্য নেই
ফেসবুকে একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বলিউডের বিখ্যাত অভিনেতা, অভিনেত্রীদের সামনে এক যুবক নামাজ পড়ছে এবং বিচারক আসনে বসা অভিনেতারা মুগ্ধ হয়ে তা শুনছে। ভিডিওটির Sony চ্যানেলের লোগো দেখা যাচ্ছে।
নাচের মঞ্চে নামাজ পরে বিচারকদের অবাক করলো প্রতিযোগী এই দাবিতে ছড়ানো ভিডিওটি আসলে সম্পাদিত। ভাইরাল ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করলে বোঝা যাচ্ছে বিচারকদের আসলে বসা শাহরুখ, শিল্প শেট্টি, দীপিকা পাডুকোন এমনকি কিরণ খের যেখানে বসে আছেন তার পেছনের দৃশ্য ও যে যুবকটি নামাজ পড়ছে তার পেছনের দিকটি সম্পূর্ণ আলাদা ও ঝাপসা। এর আগেও এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল।
এরপর আমরা ইউটুউবে ‘SRK Sony Show’ বলে খোঁজার পর Sony চ্যানেলের ছোটদের ‘Junior Indian Idol’ প্রতিযোগিতার ভিডিও পাই। ২ই বছর আগের এই ভিডিওতে বাদশাহ খান শাহরুখ ও দীপিকা পাডুকোনকে দেখা যাচ্ছে। বিশেষ বিচারকের আমন্ত্রণে তারা উপস্থিত হয়েছিলেন জুনিয়র ইডিয়ান আইডলের মঞ্চে। জানিয়ে রাখি ফেসবুকের ভিডিওতে শাহরুখকে কালো পোশাকে ও দীপিকাকে একটি সাদা গাউননে দেখা যাচ্ছে। সোনি চ্যানেলের এই অনুষ্ঠানেও তাদের একই পোশাকে দেখা গিয়েছিলো। ভিডিওটিতে ছোট বাচ্চাদের গানে মুগ্ধ হয়ে ওঠেন শাহরুখ, দীপিকা সমেত শ্রেয়া ঘোষাল ও রোহিত শেট্টি।
অন্য আর একটি ভিডিওতে শিল্প শেট্টিকে দেখা যাচ্ছে নীল পোশাকে। এটি ‘India’s Got Talent Show Season 9’ এর ভিডিও। এক বছর আগের Set India ইউটুউব চ্যানেলের ভিডিওতে ৬মিনিট ১৮ সেকেন্ডের মাথায় শিল্পাকে নীল পোশাকে দেখা যাচ্ছে। বিচারকের আসনে, শিল্পা, কিরণ খের, গায়ক বাদশা ও ধর্মেন্দ্র। এই বিচারকদের সামনে বি, এস রেড্ডি নামের এক জাদুকর নিজের প্রীতিভার প্রধর্ষণ করছিলেন, যা দেখে শিহরিত হয়েছিলেন শিল্পা শেট্টি সমেত অন্যান্য বিচারকরা। সম্পূর্ণ ভিডিওটি এখানে দেখা যাবে।
এই দুটি ভিডিওর একটিতেও আমরা কোনো প্রতিযোগীকে দেখিনি মঞ্চে দাঁড়িয়ে নামাজ পড়তে।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে নাচের মঞ্চে নামাজ পরে বিচারকদের অবাক করলো প্রতিযোগী দাবি সমেত যে ভিডিওটি ছড়িয়েছে তা সম্পাদিত। আসল ভিডিওতে কোনো প্রতিযোগীকে মঞ্চে নামাজ পড়তে দেখা যায়নি।
Our Sources
SET India YouTube channel video from 5 April 2021
SET India YouTube channel video of 17 April 2022
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Paromita Das
December 30, 2022
Paromita Das
December 19, 2022
Paromita Das
October 27, 2021
|