schema:text
| - গত ২৯ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে চীনে মারা যান দক্ষিণ কোরিয়ার ৩২ বছর বয়সী অভিনেতা পার্ক মিন-জে। উক্ত ঘটনায় এ সংক্রান্ত প্রতিবেদনে বাংলাদেশের মূলধারার একাধিক গণমাধ্যম উক্ত অভিনেতার ছবি দাবিতে একটি ছবি প্রচার করেছে।
উক্ত ছবি ব্যবহার করে বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন কালের কণ্ঠ, চ্যানেল২৪, দেশ টিভি (ইউটিউব), জাগোনিউজ২৪, ঢাকা মেইল, সিল্কসিটি নিউজ।
উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজ সহ অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কোরিয়ান অভিনেতা পার্ক মিন-জে’র মৃত্যুর ঘটনায় বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত ছবিটি পার্ক মিন-জে’র নয় বরং, এ সংক্রান্ত প্রতিবেদনে গণমাধ্যমে আরেক কোরিয়ান অভিনেতা কিম মিন-জে’র ছবিকে পার্ক মিন-জে’র ছবি দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কোরিয়ান গণমাধ্যম SBS News এর ওয়েবসাইটে ২০২০ সালের ১৩ এপ্রিল ‘Kim Min Jae Confirms His Next Drama’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির যুবককে কোরিয়ার অভিনেতা কিম মিন-জে হিসেবে উল্লেখ করা হয়।
এই ছবিকেই বাংলাদেশের গণমাধ্যমে অভিনেতা পার্ক মিন-জে দাবিতে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, ছবির এই যুবক সদ্যমৃত অভিনেতা পার্ক মিন-জে নয়।
এছাড়াও অভিনেতা কিম মিন জে-র ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে সেখানে তার অপর একটি ছবি খুঁজে পাওয়া যায়; যা বাংলাদেশের কতিপয় গণমাধ্যমে পার্ক মিন-জে দাবিতে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, এটা নিশ্চিত যে, উপরিউক্ত এই ছবির যুবকের নাম কিম মিন-জে।
পরবর্তীতে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এর ওয়েবসাইটে গত ০৩ ডিসেম্বর কোরিয়ান অভিনেতা পার্ক মিন-জে’র মৃত্যুর ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে কোরিয়ান অভিনেতা পার্ক মিন-জে’র একটি ছবি খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ কোরিয়ার অভিনেতা পার্ক মিন-জে চীনে বসে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।
এই প্রতিবেদনে অভিনেতা পার্ক মিন-জে’র এজেন্সি Big Title Official এ এই অভিনেতার মৃত্যু নিয়ে একটি ইন্সট্রাগ্রাম পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টেও এই সদ্যমৃত অভিনেতার একটি ছবি রয়েছে।
অভিনেতা পার্ক মিন-জে’র উক্ত ছবির সাথে বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত ছবিটির পার্থক্য রয়েছে।
অর্থাৎ, পার্ক মিন-জে’র ছবি দাবিতে বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত ছবিটি প্রকৃতপক্ষে পার্ক মিন-জে’র নয়। মূলত, প্রায় কাছাকাছি নাম হওয়ার কারণে এই দুই কোরিয়ান অভিনেতার নামের বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে।
সুতরাং, কোরিয়ান অভিনেতা পার্ক মিন-জে’র মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ভিন্ন আরেকজন কোরিয়ান অভিনেতা কিম মিন-জে’র ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- The Independent: Park Min-jae death: South Korean actor known for Little Women and True to Love dies at 32
- Big Title Official Instagram: Post
- Kim Min-jae Instagram: Post
- SBS News: Kim Min Jae Confirms His Next Drama
- IMDb: Kim Min-jae
|