সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান কাছে পদত্যাগ করেছেন এবং এর প্রেক্ষিতে সারাদেশে মার্শাল ল জারি করা হয়েছে দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। প্রচারিত ছবিটিতে সেনাপ্রধানের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি কাগজে কিছু একটা লিখতে দেখা যায়।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে টিকটকে প্রচারিত ছবি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ এবং সারাদেশে সামরিক আইন জারি হওয়ার দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে, সেনাবাহিনী সদরদপ্তরে সম্প্রতি অনুষ্ঠিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪’ এর একটি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (Inter-Services Public Relations) বা আইএসপিআর এর ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ০৬ অক্টোবর “সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। উক্ত বিজ্ঞপ্তিতে সংযুক্ত ছবিগুলোর একটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, গত ৬ অক্টোবর সেনাবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেসময় তিনি পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিখেন। আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি ওই সময় ধারণ করা হয়।
পরবর্তীতে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে একই দিনে এনটিভির ওয়েবসাইটের্চের মাধ্যম সৎ-নীতিবান অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার : প্রধান উপদেষ্টা শীর্ষক শিরোনামে প্রচারিত প্রতিবেদনে আইএসপিআরের সূত্রে একই ছবিটি পাওয়া যায়।
এছাড়া, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিগুলোর সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন এবং সারাদেশে মার্শাল ল জারি করা হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- ispr.gov.bd Website: সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
- NTV Website: সৎ-নীতিবান অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার : প্রধান উপদেষ্টা
- Rumor Scanner’s Own Analysis