schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: কর্ণাটকের নির্বাচন বুথ দখল করে ছাপ্পা ভোট হয়েছে
Fact: এই দাবি সমেত যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা কলকাতার দঃ দমদমের পৌরসভা নির্বাচনের
কর্ণাটকের নির্বাচন শেষ হয়েছে এবং এই আবহে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নির্বাচন বুথ কব্জা করে ছাপ্পা ভোট চলছে। দাবি করা হয়েছে এই ভিডিওটি কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভিডিও।
১০ই মে নির্বাচন সম্পন্ন হয়েছে, যার ফলাফল কিছুদিন আগে নির্বাচন কমিশন প্রকাশ করেছে। ২২৪টি আসনের মধ্যে কংগ্রেস ১৩৫টি জিতেছে এবং ৬৬টি আসনে জিতেছে বিজেপি। এই নির্বাচনের আবহে ভাইরাল হয়েছে এই ভিডিওটি যার সাথে দাবি করা হচ্ছে কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বুথ দখল করে চলেছে দেদার ছাপ্পা ভোট।
ভিডিওটির দাবির সত্যতা জানার জন্য আমরা ভিডিওটির কিফ্রেম বের করে রিভার্স ইমেজ করি, এবং জানতে পারি ছাপ্পা ভোটের এই ভিডিও আসলে ২০২২ সালের, ২০২৩ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভিডিও নয়।
আসানসোল বিধানসভার প্রার্থী অগ্নিমিত্রা পাল ২০২২ সালের ২৭শে ফেব্রুয়ারি এই ভিডিওটিকে পোস্ট করে বলেছন দক্ষিণ দমদম পৌরসভা নির্বাচনের ১০৮ নং বুথ ও ৩৩ নং ওয়ার্ডের ভিডিওটি।
অগ্নিমিত্রা ছাড়াও আরো অন্যান্য বিজেপি নেতারাও একই ভিডিও পোস্ট করে দাবি করেছে এটি দক্ষিণ দমদমের পৌরসভা নির্বাচনের ভিডিও।
গুগলে ‘লেকভিউ স্কুল, বুথ নম্বর ১০৮, ওয়ার্ড ৩৩, দক্ষিণ দমদম পৌরসভা’ এই জাতীয় কীওয়ার্ড দ্বারা খোঁজার পর টিভি৯ বাংলা, CPIM পশ্চিমবঙ্গের কিছু ভিডিও পাই।
টিভি৯ বাংলার ২০২২ এর ২৭শে ফেব্রুয়ারির এই ভিডিওতে বলা হয়েছে ‘দক্ষিণ দমদমের পৌরসভা নির্বাচনে ভোটার নয়, ভোট দিচ্ছেন এজেন্ট’. ভিডিওতে দেখা যাচ্ছে পোলিং বুথ আধিকারিকের সামনেই নীল টি-শার্ট পরা এক ব্যক্তি এক একজনকে ডাকছে এবং ভোট দিতে নির্দেশ করছে। এই সময় রাজ্য জুড়ে শুরু হয়েছিল পৌরসভা নির্বাচন। কর্ণাটকের বিধানসভার নাম ভাইরাল হলেও আসলে বুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়ার এই ভিডিওটি কলকাতার পুর ভোটের সময়ের।
CPIM West Bengal এর ফেসবুক পেজেও ২৭শে ফেব্রুয়ারি ২০২২ সালে এই ভিডিওটিকে আপলোড করা হয়েছিল।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আবহে নির্বাচন বুথ কব্জা করে ছাপ্পা ভোট চলছে এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ২০২২ সালের কলকাতার দক্ষিণ দমদম পৌরসভার নির্বাচনের।
(প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker Hindiতে প্রকাশিত হয়েছিল)
Our Sources
YouTube video published by TV9 Bangla on 27 February, 2022
Facebook post shared by The News বাংলা on 26 February, 2022
Facebook post shared by CPIM West Bengal on 27 February, 2022
Tweet shared by BJP MLA Agnimitra Paul on 27 February, 2022
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 30, 2025
Tanujit Das
January 29, 2025
|