schema:text
| - গত ১৬ অক্টোবর জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তরুণ বিপ্লবীদের আঁকা বর্ণিল ও বিচিত্র গ্রাফিতি ঘুরে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এরই প্রেক্ষিতে, ড. ইউনূসসহ অন্যরা ‘আজ থেকে বাংলাদেশে সুদ হালাল’ শীর্ষক বাক্য সম্বলিত দেয়াল লিখন পরিদর্শন করেছেন এমন দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এছাড়া, ড. ইউনূস ‘ধর্ম যার যার দেশ আমেরিকার’ শীর্ষক বাক্য সম্বলিত আরেকটি দেয়াল লিখন পরিদর্শন করেছেন দাবিতেও আরেকটি ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. ইউনূসের দেয়াল লিখন পরিদর্শনের যে ছবি দুইটি প্রচার করা হয়েছে সেই ছবি দুটির দেয়াললিখনের বাক্যগুলো আসল নয় বরং, প্রযুক্তির সাহায্যে মূল লেখা সরিয়ে আলোচিত লেখাগুলো দেয়াল লিখনের ছবি দুটিতে প্রতিস্থাপন করা হয়েছে।
ছবি যাচাই ০১
অনুসন্ধানে ড. মুহাম্মদ ইউনূস এর ফেসবুক পেজে গত ১৬ অক্টোবর প্রকাশিত কিছু ছবি পাওয়া যায়। উক্ত ছবিগুলোর একটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত এই ছবির সাদৃশ্যতা লক্ষ্য করা যায়।
মূল ছবিতে আলোচিত বাক্য অর্থাৎ ‘আজ থেকে বাংলাদেশে সুদ হালাল’ শীর্ষক বাক্য লেখা ছিল না। লেখা ছিল ‘বাংলাদেশ’। অর্থাৎ মূল বাক্য বদলে দিয়ে সম্পাদিত ছবি প্রচার করা হয়েছে।
ছবি যাচাই ০২
অনুসন্ধানে এই ছবিটিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর একই পোস্টের একটি ছবির সাথে সাদৃশ্যতা লক্ষ্য করা যায়।
ছবিটিতে ‘ধর্ম যার যার দেশ সবার’ এর স্থলে সম্পাদনা করে লেখা হয়েছে ‘ধর্ম যার যার দেশ আমেরিকার’।
সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ অন্যরা দেয়াল লিখন পরিদর্শন করছেন দাবিতে প্রচারিত এই ছবি দুটির দেয়াল লিখনের বাক্যগুলো সম্পাদিত।
|