About: http://data.cimple.eu/claim-review/84e8fd48c6cf7c03e90308636bb8ab406093c7faef1e8ee725947d9a     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • প্রাক্তন রাষ্ট্রপ্রতি প্রণব মুখোপাধ্যায় স্থিতিশীল, জানাল হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে প্রাক্তন রাষ্ট্রপ্রতি প্রণব মুখোপাধ্যায় এখন কোমাচ্ছন্ন, ভেন্টিলিশনে আগের মত রয়েছেন। দিল্লির আর্মি রিসার্চ ও রেফারাল হাসপাতাল কর্তৃপক্ষ প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা সারাতে অস্ত্রপচারের পর তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এক বিবৃতিতে হাসপাতাল জানিয়েছে, ''মাননীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা একই রকম রয়েছে সকালে। গভীরভাবে কোমাচ্ছন্ন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি স্থিতিশীল এবং তিনি ভেন্টিলেশনেই থাকবেন।" হাসপাতালের তরফে বিবৃতি প্রকাশ করা হয় কারণ সোশাল মিডিয়ায় সাংবাদিকদের টুইটে মৃত্যুর খবর নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। বরিষ্ঠ সাংবাদিক রাজদীপ সরদেশাই এবং স্বাতী চতুর্বেদী বৃহঃস্পতিবার সকালে টুইট করেন যে প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যু হয়েছে। প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ ও মেয়ে শর্মিষ্ঠা বিষয়টি অস্বীকার করলে তাঁরা টুইট ডিলিট করে দেন । অভিজিৎ মুখোপাধ্যায় টুইটে লেখেন, ''আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় জীবিত রয়েছেন এবং স্থিতিশীল! স্বনামধন্য সাংবাদিকদের দ্বারা সোশাল মিডিয়ায় রটনা এবং ভুয়ো খবর ছড়ানো দেখে স্পষ্টতই বোঝা যায় ভারতের গণমাধ্যম ভুয়ো খবরের কারখানা হয়ে গেছে।'' শর্মিষ্ঠা মুখোপাধ্যায় তাঁর টুইটে লেখেন, ''আমার বাবা সম্পর্কে রটনাটি মিথ্যে। গণমাধ্যমকে বিশেষ করে অনুরোধ আমাকে যেন ফোন না করে, আমার ফোনটা মুক্ত রাখতে চাই হাসপাতাল থেকে হাসপাতাল থেকে খবর রাখার জন্য।'' My Father Shri Pranab Mukherjee is still alive & haemodynamically stable !— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 13, 2020 Speculations & fake news being circulated by reputed Journalists on social media clearly reflects that Media in India has become a factory of Fake News . Rumours about my father is false. Request, esp'ly to media, NOT to call me as I need to keep my phone free for any updates from the hospital🙏— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) August 13, 2020 রাজদীপ সরদেশাই টুইটারে ক্ষমা চান অন্যদিকে স্বাতী চতুর্বেদী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের অস্বীকার করা টুইটটি রিটুইট করেন। My deep deep apologies for falling for fake news being circulated on Pranab Mukherjee passing away. I am deeply distraught for falling for this fake news.. it was unprofessional of me to not reconfirm it before tweeting. Apologies to all.. and prayers with the family.. 🙏🙏🙏— Rajdeep Sardesai (@sardesairajdeep) August 13, 2020 টুইটারে রিপপ্রণবমুখোপাধ্যায় হ্যাশট্যাগও ট্রেন্ডিং হতে শুরু করে। ফেসবুকে বাংলাতে 'বারাক বাণী নিউজ'-এর একটি স্ক্রিনশটও ভাইরাল হয় যেখানে লেখা, ''চলে গেলেন ভারত রত্ন প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখার্জি। চলে গেলেন ভারতের রত্ন প্রাক্তন #রাষ্ট্রপতি_প্রণব_মুখার্জি। তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। #রিপ।" ফেসবুক ব্যবহারকারীরা এই খবর শেয়ার করে দুঃখ প্রকাশ করে। পরে 'বারাক বাণী নিউজ' তাদের ভুল স্বীকার করে। প্রাক্তন রাষ্ট্রপ্রতি প্রণব মুখোপাধ্যায়ের মাথার রক্ত জমাট বাঁধালে তাঁর চিকিৎসার জন্য জরুরি অস্ত্রপচারের প্রয়োজন পড়ে। রবিবার তিনি টুইট করে জানান হাসপাতালে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 3 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software