schema:text
| - গতকাল ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে দেশের কয়েকটি এলাকায় পূজামণ্ডপের প্রতিমা ভাঙচুরসহ বেশকিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এক বোরকা পরিহিত মেয়ে পূজামণ্ডপে ঢোকার চেষ্টা করলে পুরোহিত তাকে বাধা দেন এবং আশেপাশের লোকজনের সহায়তায় পূজা করেন।
ভিডিওটির ক্যাপশনে যা দাবি করা হচ্ছে:
‘একটা বোরখা পরা মেয়ে দুর্গা পূজা করতে আসলো। পুরোহিত তাকে বাধা দেয় স্বাভাবিকভাবেই। কিন্তু আশেপাশের অন্য হিন্দুরা মেয়েটির পক্ষ নেয়। অবশেষে মেয়েটি মুখ দেখিয়ে বোরখা খুলে পূজা করার অনুমতি পায়। ঘটনাটা আমার কাছে পজেটিভ লাগলো যখন হিন্দু মুসলমান অনেক বেশি গোড়া হয়ে উঠেছে। বিশ্বনাথ মন্দিরে বসে বিসমিল্লাহ খাঁ সানাই বাজাতেন। এমন সহিষ্ণু সমাজই তো চাই। ধর্ম মানা ও না মানা, সর্বধর্মীয় বিশ্বাস, বৈচিত্র্যময় সমাজ পৃথিবী ফিরে আসুক অথবা প্রথমবারের মত প্রতিষ্ঠিত হোক। অন্যের ধর্মালয়ে গিয়ে নিজ ধর্ম প্রচার আর এটাকে গুলিয়ে ফেলবেন না।’
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এক বোরকা পরিহিত মেয়ের পূজামণ্ডপে ঢোকার সময় পুরোহিত কর্তৃক বাধাপ্রাপ্ত হওয়া এবং পরবর্তীতে আশেপাশের লোকজনের সহায়তায় পূজার কাজ সম্পন্ন করার ভিডিওটি আসল নয় বরং, এটি ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের তৈরি একটি সাজানো বা স্ক্রিপ্টেড ভিডিও।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। ভিডিওটিতে ঘটনার স্থানের উল্লেখ না থাকলেও তারিখ হিসেবে ‘30-09-2024’ উল্লেখ দেখতে পাওয়া যায়।
পরবর্তীতে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Sanjjanaa Galrani’ নামক ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১০ অক্টোবর আপলোডকৃত ৪মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিওর শুরুর অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।
ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, এটা অপ্রত্যাশিত ছিল। এছাড়াও ডিসক্লেইমার হিসেবে উল্লেখ করা হয়, দেখার জন্য ধন্যবাদ! দয়া করে নোট করুন যে এই পেজে স্ক্রিপ্টযুক্ত নাটক, প্যারোডি এবং সচেতনতামূলক ভিডিওগুলো রয়েছে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো কেবল বিনোদন এবং শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত হয়। ভিডিওগুলোতে চিত্রিত সমস্ত চরিত্র এবং পরিস্থিতি কাল্পনিক এবং সচেতনতা বৃদ্ধি, বিনোদন এবং শিক্ষিত করার উদ্দেশ্যে।
‘Sanjjanaa Galrani’ পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটিতে ডিসক্লেইমার যুক্ত এমন অনেক ভিডিও রয়েছে। এছাড়াও, একই মণ্ডপে ধারণ করা আরেকটি ভিডিও দেখতে পাওয়া যায়।
সুতরাং, বোরকা পরিহিত এক মেয়ে দুর্গাপূজা করতে মণ্ডপে গিয়ে পুরোহিত কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে আশেপাশের লোকজনের সহায়তায় পূজা করার একটি সাজানো ভিডিওকে আসল ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
|