সম্প্রতি, সেনাবাহিনী মাঠে নেমেই কাদেরকে গ্রেফতার নির্বাচন বন্ধের চিঠি পাঠালেন যুক্তরাষ্ট্র্র্র শীর্ষক শিরোনাম এবং থাম্বনেইলে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১ লক্ষ ২৭ হাজার বার। ভিডিওটিতে প্রায় চার হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী কর্তৃক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করেনি এবং যুক্তরাষ্ট্রও নির্বাচন বন্ধের কোনো চিঠি পাঠায়নি। প্রকৃতপক্ষে অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিও যাচাই ০১
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায় ৯ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওটির শুরুতে দেশিয় বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম এটিএন নিউজ এর একটি সংবাদ প্রতিবেদন লক্ষ্য করা যায়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি ইলেকট্রনিক মিডিয়া ATN News এর ইউটিউব চ্যানেলে গত ২৭ ডিসেম্বরে “আগামী সংসদে কারা হবে বিরোধী দল জানতে চায় বিদেশিরা” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিও থেকে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সদস্যরা জানতে চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত ২৬ ডিসেম্বর ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ভিডিও যাচাই ০২
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ অনুসন্ধান করে, বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম Bangla Vision এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ৮ নভেম্বর “ছোট কোন ঘটনা থেকেই আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে বাধ্য হবে: মওদুদ” শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিও থেকে জানা যায়, সরকার পতন এখন সময়ের ব্যাপার, ছোট যেকোনো ঘটনা থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে জানান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
সেদিন জাতীয় প্রেসক্লাবে অবিভক্ত ঢাকার নির্বাচিত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা মৃত্যুতে আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী কর্তৃক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রেপ্তার হওয়া এবং যুক্তরাষ্ট্র নির্বাচন বন্ধের চিঠি পাঠানোর প্রেক্ষিতে দেশিয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো গ্রহণযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি।
মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার দাবিতে বিএনপি- জামায়াতসহ আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছে। এই আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্যের প্রচার হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে সেনাবাহিনী কর্তৃক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রেপ্তার হয়েছে এবং যুক্তরাষ্ট্র নির্বাচন বন্ধের চিঠি পাঠিয়েছে দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হননি এবং যুক্তরাষ্ট্রও নির্বাচন বন্ধের কোনো চিঠি দেয়নি।
প্রকৃতপক্ষে, ২০১৯ সালের নভেম্বর মাসে আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের দেওয়া এক বক্তব্যের ভিত্তিতে প্রচারিত সংবাদের অংশ এবং গত ২৬ ডিসেম্বরে বিরোধী দল কারা হবে ওবায়দুল কাদেরের কাছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এ তথ্য জানতে চাওয়ার ভিডিও একত্রে যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী কর্তৃক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রেপ্তার এবং যুক্তরাষ্ট্র নির্বাচন বন্ধের জন্য চিঠি দিয়েছে দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- ATN News – আগামী সংসদে কারা হবে বিরোধী দল জানতে চায় বিদেশিরা
- Bangla Vision – ছোট কোন ঘটনা থেকেই আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে বাধ্য হবে: মওদুদ