schema:text
| - গত ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে মঞ্চ মাতিয়েছেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। উক্ত কনসার্টকে কেন্দ্র করে গেট ভেঙে প্রবেশ করাসহ অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার অভিযোগ উঠেছিল।
এরই প্রেক্ষিতে, দর্শক কর্তৃক চেয়ার ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, দৃশ্যটি ঢাকায় আতিফ আসলামের কনসার্টের।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এক্সে (সাবেক টুইটার) প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দর্শক কর্তৃক চেয়ার ভাঙচুরের দৃশ্যটি আতিফ আসলামের কনসার্টের দৃশ্য নয় বরং, দৃশ্যটি চট্টগ্রামের অলংকার মোড়ে হেভেন সিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক কর্তৃক চেয়ার ভাঙচুরের দৃশ্য।
অনুসন্ধানে সজল সেন নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৯ নভেম্বর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, চট্টগ্রামের অলংকার মোড়ে শপিং মলের ওপেনিং অনুষ্ঠানের দৃশ্য এটি।
পোস্টের মন্তব্যের ঘরে পোস্টকারীর করা একটি মন্তব্য থেকে জানা যায়, চট্টগ্রামের অলংকারে মাইনুল আহসান নোবেলের গান শুনতে না পেয়ে ভাঙচুর করেছে ভক্তরা।
আরও অনুসন্ধানে নাফি নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে দাবি করা হয়, চট্টগ্রামের অলংকার মোড়ে হেভেন সিটি সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে মাইনুল আহসান নোবেলের আসার কথা ছিল। পরবর্তীতে তিনি না আসায় দর্শকরা ভাঙচুর করেছে।
পরবর্তীতে হেভেন সিটি সেন্টারের ফেসবুক পেজ থেকে জানা যায়, গত ২৯ নভেম্বর চট্টগ্রামের অলংকার মোড়ে হেভেন সিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল সহ আরও কয়েকজন থাকবেন। মাইনুল আহসান নোবেল নিজেও উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে গত ২৭ নভেম্বর একটি ভিডিও বার্তাও পোস্ট দিয়েছিলেন।
এছাড়া, নোবেল চট্টগ্রামের উক্ত অনুষ্ঠানে উপস্থিত হতে না পারা নিয়েও গত ২৯ নভেম্বর একটি ভিডিও পোস্ট করেন তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে। উক্ত ভিডিওতে নোবেল দাবি করেন, সাময়িক নিরাপত্তার কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।
সুতরাং, চট্টগ্রামে হেভেন সিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল না আসায় দর্শক কর্তৃক ভাঙচুরের দৃশ্যকে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত আতিফ আসলামের কনসার্টে ভাঙচুরের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- SAJAL SEN- Facebook Post
- Nafi- Facebook Post
- Heaven City Centre- Facebook Post
- Mainul Ahsan Noble- Facebook Post (1, 2)
- Rumor Scanner’s Own Analysis
|