গত ২৩ অক্টোবর ‘সন্ত্রাস বিরোধী আইন-২০০৯’ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই প্রেক্ষিতে, “অন্তবর্তী সরকারের বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতি” শীর্ষক শিরোনামে একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রলীগ “অন্তবর্তী সরকারের বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতি” শীর্ষক শিরোনামে কোনো বিবৃতি দেয়নি বরং, ছাত্রলীগের প্যাড নকল করে ভুয়া এই বিবৃতি বানিয়ে প্রচার করা হয়েছে।
এ বিষয়টি নিয়ে অনুসন্ধানে ছাত্রলীগের ফেসবুক পেজ ও ওয়েবসাইট সচল পাওয়া যায়নি। পেজ সচল না থাকায় ছাত্রলীগের বিবৃতি গণমাধ্যমে পাঠিয়ে বা আওয়ামী লীগের পেজের মাধ্যমে প্রচার করা হচ্ছে। গত ২২ সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি করা হয়। এই বিজ্ঞপ্তি গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি হিসেবে পাঠানো হয়। তবে আলোচিত দাবিতে প্রচারিত কথিত বিবৃতিটি গণমাধ্যমে পাঠানোর প্রমাণ মেলেনি। আওয়ামী লীগের পেজেও এমন কোনো বিবৃতির অস্তিত্ব মেলেনি। তবে দলটির ফেসবুক পেজে গত ২৪ অক্টোবর নিষিদ্ধ ঘোষণা পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে ছাত্রলীগের একটি প্রেস বিজ্ঞপ্তি সম্বলিত পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত প্রত্যাখ্যান এবং অবৈধ, অসাংবিধানিক, দেশবিরোধী সরকারের পদত্যাগ দাবি করে বাংলাদেশ ছাত্রলীগ।
অর্থাৎ, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানায়নি ছাত্রলীগ।
সুতরাং, ছাত্রলীগকে নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রলীগ শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া।
তথ্যসূত্র
- Bangladesh Awami League- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis