গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দলটি গত ০৯ নভেম্বর নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গনতন্ত্র পুণরুদ্ধারের দাবিতে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয়৷ এর প্রেক্ষিতে আজ ১০ নভেম্বর আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নেমেছে এবং নূর হোসেন চত্বরে জড়ো হচ্ছে দাবিতে সকাল থেকে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আজ ১০ নভেম্বর রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে আওয়ামী লীগ কর্মীদের জড়ো হওয়ার কোনো ঘটনার নয়, বরং এটি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের আগমন ঠেকাতে আওয়ামী লীগ বিরোধী বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের অবস্থানের ভিডিও।
প্রচারিত ভিডিওটিতে সময় টিভির লোগো থাকার সূত্রে অনুসন্ধানে সময় টিভির ইউটিউব চ্যানেলে আজ ১০ নভেম্বর সকালে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল খুঁজে পাওয়া গেছে।
উক্ত ভিডিও প্রতিবেদনটির ০৩:৪৪ সেকেন্ড থেকে ০৪:১৫ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওটিতে ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদনটি থেকে জানা যায়, রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিয়েছে।
এছাড়া, জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গণমাধ্যম সূত্রে আওয়ামী লীগ সন্দেহে জিরো পয়েন্টের পার্শ্ববর্তী বঙ্গবন্ধু এভিনিউতে বেশ কয়েকজনকে মারধরের খবর পাওয়া গেলেও গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে আওয়ামী লীগ কর্মীদের নূর হোসেন চত্বরে জড়ো হওয়ার কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। তবে এই প্রতিবেদন লেখা চলাকালে মতিঝিল থেকে গুলিস্তান জিরো পয়েন্ট অভিমুখে আওয়ামী লীগ নেতা-কর্মীদের একটি মিছিল বের হওয়ার খবর পাওয়া গেছে।
সুতরাং, বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ বিরোধী জমায়েতের দৃশ্যকে জিরো পয়েন্টে আওয়ামী লীগের জমায়েত দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- SOMOY TV – আ. লীগের কর্মসূচি প্রতিহতে গুলিস্তানে বৈষম্যবিরোধীদের অবস্থান
- Bangla Vision – রাজধানীর জিরো পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্রদের শক্ত অবস্থান
- Desh Rupantor: বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আ.লীগ সন্দেহে মারধর, ১৭ জনকে পুলিশে সোপর্দ
- Bangladesh Awami League – Facebook post
- Rumor Scanner’s Own Analysis